ঘরে বসেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো যাবে নির্বাচন সংক্রান্ত অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটার এবং নাগরিকদের জন্য নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ব্যবস্থার মাধ্যমে ঘরে বসেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার (০৬ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অঞ্চলভিত্তিক অভিযোগ গ্রহণ ও সমন্বয়ের দায়িত্বে নির্দিষ্ট কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় পর্যায়েও অভিযোগ জানাতে [email protected] এবং [email protected]— এই দুটি ই-মেইল ঠিকানা চালু রাখা হয়েছে।