আর্কাইভ
লগইন
হোম
আপিল বিভাগ
অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ: আপিল বিভাগ
সুপ্রিম কোর্টের রেফারেন্সের আলোকে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রিটকারীর লিভ টু আপিল খারিজ করে দেশের সর্বোচ্চ আদালত এই আদেশ দেন।
22 ঘন্টা আগে
‘ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের’ : আপিল বিভাগ
‘ইশরাকের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের’ : আপিল বিভাগ
2025-05-29
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিল পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (২৯ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। রিটকারীর পক্ষে আদালতে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ ইয়াসিন খান। আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, আজকে রিট মামলাটি আপিল বিভাগ নিষ্পত্তি করে দিয়েছেন। আমরা আশা করবো নির্বাচন কমিশন শিগগিরই এটার (নির্বাচনী ট্রাইব্যুনালের রায়) বিরুদ্ধে আপিল দায়ের করবে। আর যদি ব্যর্থ হয় তাহলে আমরা আবার আইনগত ব্যবস্থা নেব।
৫ আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট হলেন
৫ আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট হলেন
2025-05-10
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৫ জন আইনজীবীকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত (এনরোলমেন্ট) করা হয়েছে। গতকাল শুক্রবার (০৯ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও ৮৫ জনকে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ মে প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো.রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবের সমন্বয়ে এনরোলমেন্ট কমিটি পুনর্গঠিত হয়।
মঙ্গলবার জামায়াত নেতা আজহারের আপিল শুনানি
মঙ্গলবার জামায়াত নেতা আজহারের আপিল শুনানি
2025-04-21
মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার (২২ এপ্রিল) কার্যতালিকায় থাকবে। আপিল শুনানির জন্য উপস্থাপনের পর আজ সোমবার (২১ এপ্রিল) বিচারপতি জুবায়ের রহমানের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে আবেদনটি উপস্থাপন করেছেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির। গত ২৬ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে এ টি এম আজহারুল ইসলামকে আপিলের অনুমতি দিয়েছেন।