আর্কাইভ
লগইন
হোম
অভিবাসন
উত্তাল যুক্তরাষ্ট্র, দেশজুড়ে চলছে জোরালো বিক্ষোভ
সমাজকর্মী ও কবি রেনে নিকোল গুড (৩৭) হত্যাকাণ্ডের ঘটনায় উত্তাল যুক্তরাষ্ট্র। কয়েকদিন ধরে চলা ঐ বিক্ষোভ পুরো দেশে ছড়িয়ে পড়ার শঙ্কা জেগেছে। রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক সিটি, টেক্সাস, ফ্লোরিডাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছে প্রতিবাদকারীরা। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত বুধবার (০৭ জানুয়ারি) রেনে নিকোল গুডের মৃত্যুর পর থেকেই মিনিয়াপোলিসে টানা বিক্ষোভ চলছে। গতকাল শনিবার (১০ জানুয়ারি) সেখানে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এসময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও বাধে।
3 দিন আগে
মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দি‌লে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হ‌বে
মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দি‌লে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হ‌বে
2025-09-08
মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হওয়ার তথ‌্য জা‌নি‌য়ে‌ছে ঢাকার মার্কিন দূতাবাস। আজ সোমবার (৮ সে‌প্টেম্বর) ঢাকার মার্কিন দূতাবাস তা‌দের এক্স হ‌্যা‌ন্ডে‌লে ভিসা সংক্রান্ত এক পো‌স্টে এ কথা জা‌নি‌য়ে‌ছে। পো‌স্টে উ‌ল্লেখ করা হয়, ভিসা জালিয়াতির পরিণতি অত্যন্ত গুরুতর। মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র জমা দিলে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের আওতায় ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে। যার অর্থ দাঁড়ায় আপনি আর কখ‌নো যুক্তরা‌ষ্ট্রে যে‌তে প‌ারবেন না।
ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে
ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে
2025-07-21
আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার সফরে অভিবাসন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইতালির প্রধানমন্ত্রী আগামী ৩০ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ে এটি হবে ইউরোপের কোনো দেশের শীর্ষ নেতৃত্বের প্রথম ঢাকা সফর। তিনি ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। সংশ্লিষ্টরা জানান, ইতালির প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফর নিয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরে অভিবাসন ইস্যুতে বড় অগ্রগতি আসতে পারে। এ ছাড়া, ইতালির প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।