আর্কাইভ
লগইন
হোম
অধিনায়ক
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্কতা জারি বিজিবি’র
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের কেউ যেন দেশ ছেড়ে পালাতে না পারেন সেজন্য ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাত থেকে শনিবার (১৩ ডিসেম্বর) সীমান্তে টহল কার্যক্রম জোরদার করেছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা। বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, বিজয়নগর এবং হবিগঞ্জের ধর্মঘর সীমান্তে টহল কার্যক্রম স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। কোনো অবস্থাতেই অবৈধভাবে কেউ সীমান্ত অতিক্রম করতে পারবে না। ২৫ বিজিবির আওতাধীন প্রত্যেকটি বিওপির সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছেন।
2025-12-13
‘এখন বলার সময় নয়’ : নাজমুল হোসেন শান্ত
‘এখন বলার সময় নয়’ : নাজমুল হোসেন শান্ত
2025-06-24
সামনে দ্বিতীয় টেস্ট, গলে দুই ইনিংসেই সেঞ্চুরির পরও আলোচনার কেন্দ্রে নাজমুল হোসেন শান্ত কেবল ব্যাট হাতে পারফরম্যান্সের জন্য নন। বরং সবচেয়ে বেশি আলোচনা চলছে তার ভবিষ্যৎ অধিনায়কত্ব নিয়ে। শোনা যাচ্ছে, টেস্ট অধিনায়কত্ব নিয়ে নতুন করে ভাবছেন শান্ত। এরপর থেকেই জল্পনা এখন তুঙ্গে। তবে এসব আলোচনা নিয়ে এখনই পরিষ্কার কিছু বলতে রাজি নন বাঁহাতি ব্যাটার। আবার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিতেও চান না। শান্ত বলেছেন, “এই আলোচনা তো সিরিজ শুরুর আগ থেকেই চলছে। চলতেই থাকুক। আমি এখন কোনো মন্তব্য করতে চাই না। কারণ দুই দিন পরেই একটা গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচ। আমি চাই সেই ম্যাচে একজন অধিনায়ক ও ব্যাটার হিসেবে অবদান রাখতে। আলোচনা, আলোচনা হিসেবেই থাকুক।”
যেখানে ‘ফার্স্টবয়’ শান্ত
যেখানে ‘ফার্স্টবয়’ শান্ত
2025-06-22
বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসাবে টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত নিজের এই কীর্তি সম্পর্কে বেখবর ছিলেন। গতকাল শনিবার (২১ জুন) গল টেস্ট ড্রয়ের মধ্য দিয়ে শেষ হওয়ার পর তাকে যখন মনে করিয়ে দেওয়া হয়, এই নজির গড়েছেন তিনি, নাজমুলের উত্তর, ‘আমি জানতাম না।’ তবে তার ভালো লাগছে এটা ভেবে যে, দলের জন্য অবদান রাখতে পেরেছেন। অধিনায়কের প্রতিক্রয়া, ‘দারুণ প্রত্যাবর্তন। মুশি (মুশফিকুর রহিম) ভাই আমার সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেছেন। এই সিরিজের জন্য আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা নিজেদের মানসিক শক্তির পরিচয় দিয়েছি এই ম্যাচে।’ ইনিংস ডিক্লেয়ার করতে কী একটু বেশি সময় নেওয়া হয়নি? নাজমুলের উত্তর, ‘হ্যাঁ। হঠাৎ বৃষ্টির দরুন পরিকল্পনা বদলাতে হয়। এতে আমাদর হাত নেই।’ তার সংযোজন, ‘ডিক্লেয়ার করার পর তাইজুল ও নাঈম খুবই ভালো বালিং করেছে। এই কন্ডিশনে প্রথম ইনিংস দারুণ বোলিং করেছে নাঈম।’