আর্কাইভ
লগইন
হোম
বৃটিশ হাইকমিশনারের ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক
বৃটিশ হাইকমিশনারের ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক
দ্য নিউজ ডেস্ক
March 11, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
গোপালগঞ্জে হামলার প্রতিবাদ: আজ সারাদেশে এনসিপির বিক্ষোভ
গোপালগঞ্জে হামলার প্রতিবাদ: আজ সারাদেশে এনসিপির বিক্ষোভ
16 ঘন্টা আগে
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাদের ওপর হামলার ঘটনায় আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। গতকাল বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জের হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, সারাদেশে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এনসিপির এটি ছিল পূর্ব ঘোষিত কর্মসূচি। সেই লক্ষ্যে প্রশাসনকে জানিয়ে এবং প্রয়োজনীয় নিরাপত্তার কথা জেনেই গোপালগঞ্জ সফরে গিয়েছিলাম। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা করেছে। ‘গোপালগঞ্জে অতীতের সকল রেকর্ড ভেঙে আওয়ামী লীগের বাইরেও যে অন্য কোনো দল কর্মসূচি করতে পারে সেটি এনসিপি প্রমাণ করে দিয়েছে।’
সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া: রুহুল কবির রিজভী
সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া: রুহুল কবির রিজভী
1 দিন আগে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অনেক সংকট থাকার পরও ড. ইউনূস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি। কেননা শেখ হাসিনার মতো পদ্মা সেতু, মেট্রোরেলের, ফ্লাইওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করবে না। এই সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রোজার আগে নির্বাচন দেওয়া। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমরা বিএনপি পরিবার সংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট আন্দোলনে জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা ১৬ বছর লড়াই করেছি। আইনের শাসন ব্যবস্থা, ন্যায়বিচার ও একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। ১৬ বছর ভোটাররা ভোট দিতে পারেনি; কিন্তু এই নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?
হাজার হাজার আফগান নাগরিককে গোপনে যুক্তরাজ্যে পুনর্বাসন
হাজার হাজার আফগান নাগরিককে গোপনে যুক্তরাজ্যে পুনর্বাসন
1 দিন আগে
ব্রিটিশ এক উচ্চপদস্থ কর্মকর্তার ভুলে ৩৩ হাজারেরও বেশি আফগান নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর, তালেবানের প্রতিশোধের ঝুঁকি থেকে বাঁচাতে গোপনে তাদের সবাইকে ব্রিটেনে পুনর্বাসন করা একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ব্রিটিশ আদালতের নথিপত্রে এমন তথ্য প্রকাশ পেয়েছে। লন্ডনের হাই কোর্টের একজন বিচারক ২০২৪ সালের মে মাসে একটি রায়ে জানান, ব্রিটেনকে প্রায় ২০,০০০ মানুষকে পুনর্বাসনের প্রস্তাব দিতে হতে পারে, যাতে ‘কয়েক বিলিয়ন পাউন্ড’ ব্যয় হতে পারে। এই রায়টি গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) জনসমক্ষে প্রকাশ করা হয়।
বাংলাদেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না: নাহিদ
বাংলাদেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না: নাহিদ
1 দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নতুন বাংলাদেশে নির্বাচন কমিশনকে (ইসি) দলীয়করণ করা হয়েছে, গণঅভ্যুত্থানের পরে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। খুনি ফ্যাসিস্ট বাহিনীর প্রতীক এখনো নির্বাচন কমিশন তালিকায় রেখে দিয়েছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্য কিন্তু ভালো নয়। বাংলাদেশের জনগণকে এখন আর বোকা বানানো যাবে না।’  গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাতে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে বরিশালের পথসভায় বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, ‘আমরা জাতীয় নাগরিক পার্টি জুলাই গণঅভ্যুত্থানে নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘোষণা করেছি। গণঅভুত্থানের পরে আমরা বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করতে হবে। নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে। চাঁদাবাজ দুর্নীতি বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর হাতে রক্তের দাগ লেগে রয়েছে। আমরা দেখছি নিজেদের মধ্যে অন্তর্কোন্দল। খুনোখুনি করছে, সবার হাতেই রক্ত লেগে আছে। আমরা রাজনৈতিক সহিংসতামুক্ত সংস্কৃতি দেখতে চেয়েছিলাম। চাঁদামুক্ত দুর্নীতিমুক্ত দেশ দেখতে চেয়েছিলাম। কোনো দলের সহিংসতাই আর আমরা মেনে নেব না।’