আর্কাইভ
লগইন
হোম
জ্যাকুলিনের পাশে দাঁড়ালেন ভাইজান সালমান খান
জ্যাকুলিনের পাশে দাঁড়ালেন ভাইজান সালমান খান
দ্য নিউজ ডেস্ক
April 08, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
অবশেষে এবার মুক্তি পেল পপির সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’
অবশেষে এবার মুক্তি পেল পপির সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’
4 ঘন্টা আগে
অবশেষে এবার মুক্তি পেল চিত্রনায়িকা পপি অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ডাইরেক্ট অ্যাটাক’। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) সারা দেশে ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে দেখা যাচ্ছে সিনেমাটি। এই সিনেমার কাজ শেষ করার পরই নিজেকে অভিনয়ের বাইরে নিয়ে যান নায়িকা। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার সন্ধান মিললেও তিনি আর অভিনয়ে ফিরবেন না বলে জানান। তাই সিনেমাটি হতে যাচ্ছে তার অভিনীত শেষ সিনেমা। সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এই সিনেমার প্রধান ২টি চরিত্রে অভিনয় করেছেন- সাদিকা পারভিন পপি ও আমিন খান। বিভিন্ন চরিত্রে আরও আছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরজী ও সাগর সিদ্দিকীসহ আরও অনেকে। পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না এই বিশ্বাস রাখি। আনন্দবাজার মাল্টিমিডিয়া প্রযোজনা ও পরিবেশনায় মুক্তিপ্রাপ্ত ‘ডাইরেক্ট অ্যাটাক’ প্রদর্শিত হবে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাগৃহে।
মেধা দিয়ে বেশি কিছু হয় না, থাকতে হবে অদম্য ইচ্ছা: জয়া আহসান
মেধা দিয়ে বেশি কিছু হয় না, থাকতে হবে অদম্য ইচ্ছা: জয়া আহসান
4 ঘন্টা আগে
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের মতে, ‘মেধা দিয়ে খুব বেশি কিছু হয় না। লক্ষ্যে পৌঁছানোর অদম্য ইচ্ছা থাকতে হবে। নিজের কাছে নিজে পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে। তাহলেই যে কারো সাফল্য আসবে’। জয়া আহসান তার এই পর্যায়ে আসার পেছনে পরিশ্রম আর অসীম ধৈর্য’র কথাই উল্লেখ করতে চান। তিনি বলেন, ‘অভিনয় জীবনের অনেক বছর আমি ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি’। তিনি সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বাদশ পর্বে বিশেষ অতিথি হয়ে এসেছেন। আজ শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচার হবে এই বিশেষ পর্বটি। পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় এই পডকাস্টে জয়া বলেন, ‘আমি পুরনোতে বাঁচি। যা কিছু পুরনো, তা শুধু অতীত নয়। অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতু বন্ধন’।
এবার বাংলাদেশের হলের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা
এবার বাংলাদেশের হলের পর্দায় মানবতা বনাম কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বন্দ্বের সিনেমা
2 দিন আগে
আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে হলিউডের সিনেমা ‘ট্রন: অ্যারেস’। আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাকশন সিনেমা ‘ট্রন’ সিরিজের তৃতীয় কিস্তি এবং ২০১০ সালে মুক্তি পাওয়া ‘ট্রন: লিগ্যাসি’র সিক্যুয়েল এটি। জোয়াকিম রনিং পরিচালিত সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যারেড লেটো, গ্রেটা লি, ইভান পিটার্স, জোডি টার্নার-স্মিথ, হাসান মিনহাজ, আর্তুরো কাস্ত্রো, গিলিয়ান অ্যান্ডারসনসহ আরও অনেকে। ২০১০ সালের অক্টোবরে ফ্র্যাঞ্চাইজি নির্মাতা স্টিভেন লিসবার্গার ‘ট্রন: লিগ্যাসি’র একটি সিক্যুয়েল নির্মাণের কাজ শুরু করেন। বিগত ২০১৭ সালের মার্চ মাসে, জানা যায় যে ফ্র্যাঞ্চাইজিটি লিগ্যাসি সিক্যুয়েলের পরিবর্তে একটি সফট রিবুটের দিকে এগিয়ে যাবে। যেখানে জ্যারেড লেটো অ্যারেসের নামে একটি নতুন চরিত্র প্রযোজনা এবং চিত্রায়নের জন্য যুক্ত হবেন, যা অ্যাসেনশন স্ক্রিপ্টের পূর্ববর্তী পুনরাবৃত্তি থেকে সংরক্ষিত ছিলো।
এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ নায়কের খপ্পরে আহমেদ শরীফ!
এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ নায়কের খপ্পরে আহমেদ শরীফ!
2 দিন আগে
সাধারণতঃ নায়কের কাছে মার খেয়ে খলনায়ক মারা যায় না-হয় আহত হয়ে অনুতপ্ত হয়- অনেক সিনেমার শেষ দৃশ্যে এমনটি দেখা যায়। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেখা গেল একটি অন্য রকম দৃশ্য, সেখানেই বাংলা চলচ্চিত্রের শেষ দৃশ্য বাস্তবায়ন হলো। অর্থাৎ ৪ নায়ক কুপোকাত করলেন খলনায়ককে। এমনই একটি ছবি দেখা গেল জায়েদ খানের ফেসবুক আইডিতে। আসলে ঘটনা কী? নায়ক জায়েদ খান অনেকদিন ধরে নিউইয়র্কে রয়েছেন। এরপর আলেকজান্ডার বো ও আমিন খান যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কিছুদিন পূর্বে গেলেন নায়ক মামুনুন ইমন। আর খল অভিনেতা আহমেদ শরীফ আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। যেহেতু সবাই রয়েছেন একই শহরেই তাই নায়ক জায়েদ খানের উদ্যোগে একটি ছোটখাটো মিলনমেলার আয়োজন করা হয়। নিউইয়র্কের মেলরোজ এলাকার একটি রেস্টুরেন্টে সবাইকে আমন্ত্রণ জানান জায়েদ খান। আর সেখানেই ঢাকাই চলচ্চিত্রের এই ৫ অভিনেতা গল্পে ও আড্ডায় মেতে ওঠেন।