আর্কাইভ
লগইন
হোম
সালমান খান
দীর্ঘ ১৮ বছর পর আবার একসঙ্গে সালমান ও গোবিন্দ
বলিউডের ‘পার্টনার’ সিনেমাটি নিশ্চয়ই দেখেছেন অনেকে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় সালমান খান এবং গোবিন্দের অন-স্ক্রিন বন্ধুত্ব বলিউডের সবচেয়ে প্রিয় সম্পর্কগুলোর মধ্যে একটি। সেটে তাদের একসঙ্গে কাটানো সময়ের কথা স্মরণ করে দিন কয়েক আগে এই সিনেমার অভিনেত্রী দীপশিখা নাগপাল ক্যারিয়ারের একেবারে ভিন্ন পর্যায়ে থাকা সত্ত্বেও দুই অভিনেতার মধ্যে পারস্পরিক শ্রদ্ধার কথা বেশ গুরুত্ব নিয়ে বলেছেন এক সাক্ষাৎকারে। তখন থেকেই চর্চায় ছিলেন সালমান ও গোবিন্দ। তবে ‘পার্টনার’ ভক্তদের জন্য আরও আনন্দের কারণ তৈরি হচ্ছে। সালমান খান এবং গোবিন্দ ১৮ বছর পর শিগগিরই আবারও পর্দায় দেখা করতে পারেন। গত কয়েক সপ্তাহ ধরেই বিষয়টি নিয়ে বলিউডে আলোচনা চলছে। এই প্রজেক্টের সঙ্গে সম্পর্কিত একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছে যে, এই দুই তারকা সত্যিই একটি নতুন সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সূত্রটি বলেছে, ‘সালমান খান এবং গোবিন্দ একটি প্রকল্পের জন্য একসঙ্গে আসছেন। সিনেমাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এখনও এর নামকরণ করা হয়নি। আপাতত বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। তবে ভক্তরা অবশ্যই এই আইকনিক জুটির একটি দুর্দান্ত পুনর্মিলন আশা করতে পারেন।’
5 দিন আগে
যে কারণে গণেশপূজা করেন সালমান খান ও তার পরিবার
যে কারণে গণেশপূজা করেন সালমান খান ও তার পরিবার
2025-09-02
বলিউড ভাইজান অভিনেতা সালমান খানের বাড়ির গণেশপূজার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীরা দেখে মুগ্ধ হয়েছিলেন। কিন্তু প্রায় ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশ্ন- ভিনধর্মের হয়েও কেন গণেশপূজা করেন অভিনেতা সালমান? এবার সেই প্রশ্নে যে কথা বললেন সালমানের বাবা চিত্রনাট্যকার-অভিনেতা সেলিম খান। জানালেন খান পরিবারে গণেশচতুর্থী পালনের আসল কারণ। সালমানের বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতেই রয়েছে একটি গণেশমূর্তি। গত ১৫ বছর ধরে সেই মূর্তি রয়েছে তাদের বাড়িতে। হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেছিলেন সেলিম খান। বিয়ের পর সুশীলার নাম হয় সালমা খান। তারপরেই কি গণেশপূজার চল তাদের বাড়িতে? সেলিম খান বলেন, তার বিয়ের অনেক আগে থেকেই গণেশপূজা করেন তারা।
‘সাইয়ারা’ ভাঙছে পুরাতন রেকর্ড, নতুন জুটির বলিউড মাত
‘সাইয়ারা’ ভাঙছে পুরাতন রেকর্ড, নতুন জুটির বলিউড মাত
2025-07-24
সিনেমাহলে দাপট দেখাচ্ছে বলিউডের সিনেমা ‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই। ভেঙে দিচ্ছে একের পর এক সিনেমার রেকর্ড। ইতিহাস গড়ছে নতুন নতুন। যার কারণে সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যেও আগ্রহ এখন তুঙ্গে। সিনেমাটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আহান পান্ডে ও অনিত পাড্ডা। ভারতীয় বক্স অফিসে প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে ‘সাইয়ারা’ সিনেমাটি। গত মঙ্গলবার (২২ জুলাই) পর্যন্ত মুভিটি বক্স অফিসে ২৫ কোটি রুপি আয় করে এক দিনের কালেকশনে এই বছরের সব বলিউড সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। এই দিনের আয়েই ‘হাউসফুল ৫’, ‘রেইড-২’ ও ‘সিতারা জামিন পার’-এর রেকর্ড ছাড়িয়ে গেছে ‘সাইয়ারা’।