আর্কাইভ
লগইন
হোম
নিবন্ধন পেল ‘দ্য নিউজ ২৪ ডটকম’
নিবন্ধন পেল ‘দ্য নিউজ ২৪ ডটকম’
দ্য নিউজ ডেস্ক
July 16, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়
টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ঢাকায়
5 ঘন্টা আগে
আজ বুধবার (১৬ জুলাই) সকালে ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসেছেন। অধিনায়ক সালমান আলি আগা ছাড়াও ছিলেন ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম আয়ুব, আবরার আহমেদ, খুশদিল শাহ ও ফাহিম আশরাফসহ বেশ কয়েকজন খেলোয়াড় এবং কোচিং স্টাফ। করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছান তারা। দলের বাকি সদস্যদের বিকেলে যোগ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সফরের আগে করাচিতে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে নিয়ে যথেষ্ট শ্রদ্ধার কথা বলেন পাকিস্তান অধিনায়ক সালমান। তার ভাষ্য, ‘বাংলাদেশ যেকোনো কন্ডিশনে ভালো খেলে, নিজেদের মাঠে তো আরও ভয়ংকর। তাদের হোম রেকর্ড ঘাটলেই বোঝা যায়, কত বড় বড় দল এখানে হোঁচট খেয়েছে। আমরা জানি, কাজটা সহজ হবে না। সেই চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছি।’
সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া: রুহুল কবির রিজভী
সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে নির্বাচন দেওয়া: রুহুল কবির রিজভী
8 ঘন্টা আগে
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে অনেক সংকট থাকার পরও ড. ইউনূস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি। কেননা শেখ হাসিনার মতো পদ্মা সেতু, মেট্রোরেলের, ফ্লাইওভারের নামে দেশের বাইরে টাকা পাচার করবে না। এই সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট বুঝে রোজার আগে নির্বাচন দেওয়া। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আমরা বিএনপি পরিবার সংগঠনের আয়োজনে জুলাই-আগস্ট আন্দোলনে জেলার ১০ শহীদ পরিবারে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আমরা ১৬ বছর লড়াই করেছি। আইনের শাসন ব্যবস্থা, ন্যায়বিচার ও একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। ১৬ বছর ভোটাররা ভোট দিতে পারেনি; কিন্তু এই নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?
 ইসরায়েল হত্যা করলো শিশুসহ ৭৮ ফিলিস্তিনিকে
ইসরায়েল হত্যা করলো শিশুসহ ৭৮ ফিলিস্তিনিকে
1 দিন আগে
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারও হামলা চালিয়ে শিশুসহ অন্তত ৭৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। গতকাল সোমবার (১৪ জুলাই) বিভিন্ন এলাকায় চালানো হামলায় হতাহতের এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় দক্ষিণ গাজার রাফা, খান ইউনিস, মধ্য গাজার বুরেইজ ও গাজা শহরের বিভিন্ন এলাকায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আহত হয়েছেন আরও অনেকে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানায়, রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা চালিয়ে অন্তত ৫ জন ত্রাণপ্রার্থীকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এর মাধ্যমে এখন পর্যন্ত গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৩৮ জন ফিলিস্তিনি। এদের অনেকেই নারী ও শিশু।
মারুফ কামাল খান প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক হলেন
মারুফ কামাল খান প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক হলেন
2 দিন আগে
বাংলাদেশের ‍স্বনামধন্য শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান। গতকাল রোববার (১৩ জুলাই) প্রকাশক কাউসার আহমেদ অপু ও নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু নবনিযুক্ত সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সব বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। মারুফ কামাল খান বিভিন্ন সময়ে দৈনিক যায়যায়দিন, দৈনিক দিনকাল, দৈনিক সমাচার, দৈনিক রিপোর্ট, সাপ্তাহিক ঊষা, দৈনিক দেশ (অধুনালুপ্ত), সাপ্তাহিক অগ্রযাত্রা, দৈনিক উত্তরবার্তা ও দৈনিক উত্তরাঞ্চল পত্রিকায় সম্পাদক, সহযোগী সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকসহ বিভিন্ন অবস্থানে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার এবং পরবর্তীকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।