আর্কাইভ
লগইন
হোম
জামালপুরের ইসলামপুরে ৬০৩ বস্তা সরকারি বরাদ্দ চাল জব্দ
জামালপুরের ইসলামপুরে ৬০৩ বস্তা সরকারি বরাদ্দ চাল জব্দ
দ্য নিউজ ডেস্ক
মে ৩১, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
রহস্যময় ফ্লাইটে কয়েক শ ফিলিস্তিনি দক্ষিণ আফ্রিকায়, নেপথ্যে কারা?
রহস্যময় ফ্লাইটে কয়েক শ ফিলিস্তিনি দক্ষিণ আফ্রিকায়, নেপথ্যে কারা?
17 ঘন্টা আগে
ইসরাইল যুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত গাজা থেকে বের হওয়ার সুযোগ করে দেওয়া এক সংগঠনের বন্দোবস্তে দক্ষিণ আফ্রিকাগামী ফ্লাইটের প্রতিটি আসনের জন্য ১,৬০০ ডলার করে দিতে হবে। অর্থ দিতে হবে আগাম, পাঠাতে হবে একটি ক্রিপ্টো অ্যাকাউন্টে। কয়েক মাস আগে গাজার আহমেদ শেহাদাকে এক ব্যক্তি ফোন করেন। ফোনে ঐ ব্যক্তি বলেন, তিনি একটি মানবাধিকার সংগঠনে কাজ করেন। তিনি আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিমানে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে অন্য কোথাও নিয়ে যেতে পারবেন। শেহাদা প্রথমে বিশ্বাস করেননি, ধরেই নেন এটা একটি প্রতারণা। তিনি নিষেধ করে দেন। কিন্তু পরে খোঁজখবর নিয়ে এক ফিলিস্তিনি বন্ধুর কাছে জানতে পারেন, ঐ বন্ধুও এই দলের মাধ্যমে গাজার বাইরে পালিয়ে গেছেন। ৩৭ বছর বয়সি শেহাদা সিদ্ধান্ত নেন তিনিও সুযোগ নেবেন। শেহাদা অর্থ পাঠান। তারপর শুরু হয় চরম উদ্বেগ ও ভীতিকর এক যাত্রা। প্রথমে শেহাদা, তার স্ত্রী এবং দুই সন্তানকে দুটি আলাদা আলাদা বাসে ২৪ ঘণ্টা ভ্রমণ করতে হয়। সে ভ্রমণ পথে যে কোনো সময় ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হওয়ার ভয় ছিল। ভীতসন্ত্রস্ত বাস ভ্রমণ শেষ শেহাদারা চরম উদ্বেগ নিয়ে ইসরাইলি চেকপোস্ট পার হন এবং সেখান থেকে গন্তব্য অজানা এক ফ্লাইটে চেপে বসেন। নানা ঘাট ঘুরে শেষ পর্যন্ত শেহাদারা পৌঁছান দক্ষিণ আফ্রিকায়। এটি এমন একটি দেশ, যেখানে শেহাদারা কখনো যাননি।
কক্সবাজারের টেকনাফে নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার, ৪ পাচারকারী আটক
কক্সবাজারের টেকনাফে নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার, ৪ পাচারকারী আটক
1 দিন আগে
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী-শিশুসহ ৮ জিম্মিকে উদ্ধার করেছে ব্যাটালিয়ন-২ বিজিবি। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। একই অভিযানে ৪ মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি।  আটকরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের পানছড়ি এলাকার আফাজ উদ্দিনের মেয়ে আসমা (১৯), আব্দুল মোতালেবের মেয়ে শাবনূর (২০), মৃত আফাজ উদ্দিনের মেয়ে জহুরা (৪৩) এবং সাহারা খাতুন (৬২)। এছাড়া ঐ এলাকার আব্দুল মোতালেব ওরফে কালা বদ্দা (৩০) নামের একজনকে পলাতক আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) মধ্যরাতে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
দ্বিতীয় দিনের মতো বন্ধ বাস চলাচল বরিশালে
দ্বিতীয় দিনের মতো বন্ধ বাস চলাচল বরিশালে
2 দিন আগে
বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে সোমবার (১৭ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। গত শনিবার (১৫ নভেম্বর) রাতে বিএম কলেজের শিক্ষার্থীদের হামলায় দেড় শতাধিক বাস ভাঙচুরের পর থেকে বন্ধ রাখা হয় এই টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ২৩টি রুটের যাত্রী পরিবহণ। বাস মালিকরা বলছেন, রাস্তায় নামানোর মতো একটি বাসও অক্ষত না থাকায় বাস চালাতে পারছেন না তারা। গত শনিবার হাফ ভাড়া না নেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর সঙ্গে বাগবিতণ্ডার জেরে বিএম কলেজের কয়েকশত ছাত্র টার্মিনালে ঢুকে দেড়শ’র বেশি বাস ভাঙচুর করে। এই সময় টার্মিনাল ভবন এবং কাউন্টারগুলোও ভাঙচুর করা হয়। এই ঘটনার পর গতকাল রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে বন্ধ হয়ে যায় বাস চলাচল।
৬ মিয়ানমার নাগরিক আটক বান্দরবানে
৬ মিয়ানমার নাগরিক আটক বান্দরবানে
3 দিন আগে
বান্দরবান সদর জোনের রেইচা সেনাক্যাম্প চেকপোস্টে ৬জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শনিবার (১৫ নভেম্বর) বিকেল ৩টায় চেকপোস্ট এলাকায় নিয়মিত তল্লাশির সময় তাদের আটক করা হয়েছে বলে বান্দরবান রিজিয়নের সদর জোন থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন- রহিমুল্লাহ (২৪), হাসিমোল্লা (৩৯), হানিফ (২৫), ইমাম হোসেন (২৭), সৈয়দ আলম (৩২) এবং মো. সাগের (২১)। বিজ্ঞপ্তিতে বলা হয়, রেইচা আর্মি ক্যাম্পের চেকপোস্টে নিরাপত্তা কার্যক্রম চলাকালে বান্দরবানগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এই সময় ৬ জন সন্দেহভাজন পুরুষ যাত্রীকে আটক করা হয়। পরবর্তীতে জাতীয় পরিচয়পত্র দেখতে চাইলে তারা নিজেদের উখিয়ার বিভিন্ন ক্যাম্পে বসবাসরত মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিক (রোহিঙ্গা) হিসেবে পরিচয় দেন।