আর্কাইভ
লগইন
হোম
তৃষ্ণার সরকারের হ্যাটট্রিকে বাংলাদেশের গোলের উৎসব
তৃষ্ণার সরকারের হ্যাটট্রিকে বাংলাদেশের গোলের উৎসব
দ্য নিউজ ডেস্ক
August 09, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
প্রথম ম্যাচে লিটন-তাসকিনে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ
প্রথম ম্যাচে লিটন-তাসকিনে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ
5 ঘন্টা আগে
সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে ১৩৭ রানের লক্ষ্য সহজেই তাড়া করে লিটন দাসের দল ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায়। নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৩৬ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ছিলেন বল হাতে সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে ২৮ রানের খরচায় তুলে নেন ৪ উইকেট। একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডসের ইনিংস ভেঙে দেন তিনি। বিশেষ করে পাওয়ারপ্লেতে মাক্স ও’দাউদ এবং ভিক্রমজিৎ সিংকে ফেরানোর পর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়া মোস্তাফিজুর রহমান নেন ১/১৯ ও সাইফ হাসান ২/১৮। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশ আঘাত পায়। পারভেজ হোসেন ইমন (১৫) দ্রুত আউট হন। তবে লিটন দাস ও তানজিদ হাসান মিলে দলকে সামাল দেন। লিটন দাস অপরাজিত ৫৪ রান করেন মাত্র ২৬ বলে, যেখানে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। তানজিদ করেন ২৪ রান।
এশিয়া কাপ হকি: বড় জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ
এশিয়া কাপ হকি: বড় জয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ
23 ঘন্টা আগে
এবারের এশিয়া কাপ হকির আসর বসেছে ভারতের রাজগিরে । প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। চাইনিজ তাইপেকে ৮-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ আবদুল্লাহ, রকিবুল হাসান এবং আশরাফুল ইসলাম। অন্য দুই গোল এসেছে সোহানুর রহমান সবুজ এবং দলের অধিনায়ক রেজাউল বাবুর স্টিক থেকে। এই জয়ে দুই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই (৪ মিনিটে) আব্দুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৬ মিনিট পরে গোল শোধ করেন চাইনিজ তাইপের তিসং ইয়ং। দ্বিতীয় কোয়ার্টারে তিসং এর গোলে লিড নেয় চাইনিজ তাইপে। তবে আবারো দলকে সমতায় ফেরায় আবদুল্লাহ। ২-২ সমতায় থেকে হাফ টাইমে যাওয়া বাংলাদেশ শেষ দুই কোয়ার্টারে ঝড় তোলে।
ফিলিস্তিনের পদকজয়ী অ্যাথলেটকে হত্যা করলো ইসরাইল
ফিলিস্তিনের পদকজয়ী অ্যাথলেটকে হত্যা করলো ইসরাইল
3 দিন আগে
ফিলিস্তিনের দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি আন্তর্জাতিক দৌড়বিদ আল্লাম আল-আমুর। গতকাল বুধবার (২৭ আগস্ট) তিনি ত্রাণ আনার চেষ্টা করছিলেন। সেই সময়ে সেনারা গুলি চালালে প্রাণ হারান তিনি। তুর্কি সংবাদমাধ্যম আনাদোলুর খবরে এমন তথ্য জানা গেছে। আল-আমুরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ‘আমেরিকান ত্রাণকেন্দ্র নামে পরিচিত স্থানের কাছে সেনাদের গুলিতে তিনি শহীদ হন।’ মাত্র দুই বছর আগে বড় সাফল্য পান এই তরুণ দৌড়বিদ। ২০২৩ সালের মার্চে কাতারের দোহায় অনুষ্ঠিত ওয়েস্ট এশিয়া ক্লাবস অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৩ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জেতেন আল-আমুর। সেই টুর্নামেন্টে ১২টি দেশ থেকে ২৫০ জন অ্যাথলেট অংশ নিয়েছিলেন। প্রথম আসরেই পদক এনে আলোচনায় আসেন এই প্রতিশ্রুতিশীল অ্যাথলেট।