আর্কাইভ
লগইন
হোম
বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত নিউইয়র্কে
বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত নিউইয়র্কে
দ্য নিউজ ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ নায়কের খপ্পরে আহমেদ শরীফ!
এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ৪ নায়কের খপ্পরে আহমেদ শরীফ!
1 দিন আগে
সাধারণতঃ নায়কের কাছে মার খেয়ে খলনায়ক মারা যায় না-হয় আহত হয়ে অনুতপ্ত হয়- অনেক সিনেমার শেষ দৃশ্যে এমনটি দেখা যায়। এবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দেখা গেল একটি অন্য রকম দৃশ্য, সেখানেই বাংলা চলচ্চিত্রের শেষ দৃশ্য বাস্তবায়ন হলো। অর্থাৎ ৪ নায়ক কুপোকাত করলেন খলনায়ককে। এমনই একটি ছবি দেখা গেল জায়েদ খানের ফেসবুক আইডিতে। আসলে ঘটনা কী? নায়ক জায়েদ খান অনেকদিন ধরে নিউইয়র্কে রয়েছেন। এরপর আলেকজান্ডার বো ও আমিন খান যুক্তরাষ্ট্রে গিয়েছেন। কিছুদিন পূর্বে গেলেন নায়ক মামুনুন ইমন। আর খল অভিনেতা আহমেদ শরীফ আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা। যেহেতু সবাই রয়েছেন একই শহরেই তাই নায়ক জায়েদ খানের উদ্যোগে একটি ছোটখাটো মিলনমেলার আয়োজন করা হয়। নিউইয়র্কের মেলরোজ এলাকার একটি রেস্টুরেন্টে সবাইকে আমন্ত্রণ জানান জায়েদ খান। আর সেখানেই ঢাকাই চলচ্চিত্রের এই ৫ অভিনেতা গল্পে ও আড্ডায় মেতে ওঠেন।
সৌদিতে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর মরুভূমি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
সৌদিতে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর মরুভূমি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
2 দিন আগে
সৌদি আরবে যাওয়ার ৮ মাস পর ১৫ দিন ধরে নিখোঁজ ছিল মাদারীপুর জেলার শিবচর উপজেলার মানিকপুর এলাকার যুবক সবুজ মাতুব্বর (২৪)। এরপর গত সোমবার (১৩ অক্টোবর) মরুভূমিতে বালু ও পাথর চাপা দেওয়া তার লাশ উদ্ধারের খবর আসে বাড়িতে। অর্ধগলিত লাশের চেহারা চেনা না গেলেও পরিচিতরা শনাক্ত করেন হতভাগ্য যুবক সবুজকে। বাড়িতে খবর এলে শোকের মাতম ওঠে অসহায় পরিবারে। স্বজনরা জানান, ভাগ্য পরিবর্তনের আশায় ৮ মাস আগে সৌদি আরব যান সবুজ। প্রথমে রিয়াদে ও পরে কাজের খোঁজে আল কাসিম এলাকায় থাকা শুরু করেন তিনি। পেয়ে যান কাজও। স্বল্প সময়ে দিন ভালোই যাচ্ছিল। ভ্যান চালক বাবা ধার-দেনা করে টাকা জোগাড় করে পাঠিয়েছিলেন সৌদি আরব। স্বপ্ন ছিল দেনা পরিশোধের পর বিদেশ থেকে পাঠানো টাকায় নতুন ঘর তুলবেন। স্বচ্ছল জীবন-যাপন করবেন। তবে সেই স্বপ্ন নিমিষেই দুঃস্বপ্নে পরিণত হলো। সবুজ কাদিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকার মেছেরমোল্লার গ্রামের আব্দুল জলিল মাতুব্বরের একমাত্র ছেলে।
ভূমধ্যসাগরপথে ইতালিযাত্রা, ১০ দিন খোঁজ নেই ৩৮ বাংলাদেশির
ভূমধ্যসাগরপথে ইতালিযাত্রা, ১০ দিন খোঁজ নেই ৩৮ বাংলাদেশির
3 দিন আগে
হবিগঞ্জ জেলার ৩৮ জনসহ অন্তত ৭০ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ভূমধ্যসাগর হয়ে লিবিয়ার ত্রিপলি থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা একটি নৌকার খোঁজ মিলছে না ১০ দিন ধরে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে ইউরোপের বিভিন্ন দেশে থাকা হবিগঞ্জের নিখোঁজদের স্বজনদের কয়েকজনের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। নিখোঁজ হবিগঞ্জবাসীর বেশিরভাগই জেলা সদরের উমেদনগর, বানিয়াচং উপজেলার সদর ও তারাসই এবং আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ও পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা। নিখোঁজদের মধ্যে রয়েছেন- বানিয়াচং উপজেলার যাত্রাপাশা তলাবপাড়া মহল্লার আলফাজ মিয়া রনি (২১), মোজাক্কির আহমেদ (২১), সিয়াম জমাদার (২১) ও মিজান আহমেদ (২০)। এছাড়া হবিগঞ্জের উমেদনগর, আজমিরীগঞ্জের পশ্চিমভাগ, জলসুখা ও বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের আরও অনেকে নিখোঁজ রয়েছেন।