আর্কাইভ
লগইন
হোম
মরক্কোয় কোরবানীর পশু জবাইয়ে নিষেধাজ্ঞা রাজার আদেশে
মরক্কোয় কোরবানীর পশু জবাইয়ে নিষেধাজ্ঞা রাজার আদেশে
দ্য নিউজ ডেস্ক
June 06, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
ব্যাগে পাওয়া ম্যাগাজিন: যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ব্যাগে পাওয়া ম্যাগাজিন: যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
21 ঘন্টা আগে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ম্যাগাজিন পাওয়া গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে। বিষয়টি নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই অস্ত্রের লাইসেন্স করা আছে। যদিও ব্যাগে পাওয়ার বিষয়টি একেবারেই অনিচ্ছাকৃত ছিল। গতকাল রোববার (২৯ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ যোগ দিতে আজ ভোরে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলে আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। পরে স্ক্যানে ধরা পড়লে সেটি প্রটোকল অফিসারের কাছে দিয়ে আসি। বিষয়টি একদমই অনিচ্ছাকৃত ছিল।’ আসিফ মাহমুদ আরও লিখেছেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানে নেতৃত্বে দেওয়ায় পরে কয়েক দফা হত্যাচেষ্টা হয়েছে। তাই নিরাপত্তার কারণে অস্ত্র রাখা স্বাভাবিক। সরকারি প্রটোকল বা নিরাপত্তা না থাকলে নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্সড অস্ত্র রাখতে হয়।’ তিনি বলেন, ‘শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করব ভাই? যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকত, তাহলে অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু নেই। তবে অনেকের জন্য এটা আলোচনা করার বিষয় বটে।’
দিনভর ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪৭ ফিলিস্তিনি
দিনভর ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪৭ ফিলিস্তিনি
22 ঘন্টা আগে
গতকাল দিনভর গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৪৭ জনে। গাজার চিকিৎসা সূত্রগুলো জানায়, এদের মধ্যে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন গাজার উত্তরাঞ্চলে, যেখানে ইসরায়েলি বাহিনী বোমাবর্ষণ আরও জোরদার করেছে। নির্মম এই হত্যাকাণ্ডের পটভূমিতে মানবাধিকার আইনজীবী জিওফ্রে নাইস আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন যেখানে মানবিক সহায়তা দিতে কাজ করছে, ঠিক সেই কার্যক্রমের আশপাশেই যেভাবে মানুষ হত্যা করা হচ্ছে, তা ব্যাখ্যাতীত।
সৌদি আরব মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য সুখবর দিল
সৌদি আরব মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের জন্য সুখবর দিল
2 দিন আগে
সৌদি আরব মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের দেশ ছাড়তে বিশেষ সুযোগ দিয়েছে। দেশটির পাসপোর্ট অধিদফতর জানায়, একমাসের মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করে বৈধ পথে নিজ দেশে ফিরতে পারবেন মেয়াদ শেষ হওয়া ভিজিট ভিসাধারীরা। অনেকে ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও দেশটি ত্যাগ করেননি। এমন ভিসাধারীদের নিজ দেশে ফেরত যাবার জন্য এবার ‘ফাইনাল এক্সিট’ নামে বিশেষ সুযোগ দিচ্ছে রিয়াদ। দেশটির পাসপোর্ট অধিদপ্তর জানায়, গত ২৬ জুন থেকে শুরু হওয়া এই সুযোগ আগামী একমাস চালু থাকবে। এ সময়ের মধ্যে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে বৈধভাবে সৌদি আরব ত্যাগ করা যাবে।
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, মোট মৃত্যু ৫৬,৩৩১
ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৭২, মোট মৃত্যু ৫৬,৩৩১
2 দিন আগে
ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে গতকাল শুক্রবার (২৭ জুন) ফিলিস্তিনের গাজায় নিহত হয়েছেন ৭২ জন এবং আহত হয়েছেন আরও ১৭৪ জন। এ দিন সন্ধ্যার পর এক বিবৃতিতে এসব তথ্য জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বিগত ২০২৩ সালের ০৭ অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৬,৩৩১ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১,৩২,৬৩২ জন ফিলিস্তিনি। ২০২৩ সালের ০৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।