আর্কাইভ
লগইন
হোম
জামায়াত নেতা ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক
জামায়াত নেতা ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে তারেক রহমানের শোক
দ্য নিউজ ডেস্ক
May 05, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
গত ১৭ বছর এজেন্ট মালিকের কথামতো দেশ চালাইছে: হাসনাত আবদুল্লাহ
গত ১৭ বছর এজেন্ট মালিকের কথামতো দেশ চালাইছে: হাসনাত আবদুল্লাহ
12 ঘন্টা আগে
এনসিপি‘র মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই আমার ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তারা ভারত থেকে বসে ঠিক করে দিছে আমাদের দেশটা কে চালাবে। বিভিন্ন এজেন্ট নিয়োগ করেছে। গত ১৭ বছর এজেন্ট মালিকের কথামতো দেশ চালাইছে। যখন পারে নাই তখন এজেন্টকে মালিক আবার সরাই নিয়ে গেছে। ভারতের এই গুণ্ডামির সঙ্গে যারা আপোষ করেন নাই তাদের মধ্যে আমার হাদি ভাই অন্যতম। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয়, মানুষ তো মরার আগে অসিয়ত করে। হাদি ভাই মরার আগে একটা অসিয়ত করছিলেন- আমাকে মেরে ফেললেও কোনো আক্ষেপ নাই কিন্তু আমার মৃত্যুর বিচারটা যেন আপনারা নিশ্চিত করেন। দুঃখজনক বিষয় আজকে হাদি ভাইয়ের মৃত্যুর ৩ সপ্তাহ ক্রস করে ৪ সপ্তাহ অতিবাহিত হতে যাচ্ছে। আমরা এখনো পর্যন্ত হাদি ভাইয়ের মৃত্যুর বিচার নিশ্চিত করতে পারি নাই।
৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি
৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি
12 ঘন্টা আগে
বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। আজ বুধবার (০৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের জন্য বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান টিপু, হারুন অর রশিদ, শাহ আমিনুল ইসলাম আমিন, পঞ্চগড় জেলাধীন বোদা উপজেলার ২নং ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাড. মো. হাবিব আল-আমীন ফেরদৌস, দেবীগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রহিম ও পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বুধবার তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল
4 দিন আগে
ঢাকা-৯ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত শনিবার (০৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা জারার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এই বিষয়ে ডা. তাসনিম জারা বলেন, আমি আপিল করবো, আপিলের প্রক্রিয়া আমরা ইতোমধ্যে শুরু করে দিয়েছি। ডা. তাসনিম জারা বলেন, নির্বাচন কমিশন মনোনয়ন বাতিলের কারণ হিসাবে জানিয়েছেন- স্বতন্ত্র প্রার্থীদের ঐ আসনের মোট ভোটারের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়। এই এক শতাংশ ভোটারের স্বাক্ষরের চেয়েও আমি প্রায় ২০০ বেশি স্বাক্ষর জমা দিয়েছি। সেখান থেকে নির্বাচন কমিশন ১০ জনের তথ্য যাচাই করতে গিয়েছিলেন, তার মধ্যে ৮ জনের তথ্য সঠিক পেয়েছেন, বাকি ২ জনের সত্যতা পাওয়া গেছে তবে ঐ দুইজন ঢাকা-৯ এর ভোটার না, ঐ দুইজন জানতেন ঢাকা-৯ এর ভোটার তারা। তাদের ঠিকানা খিলগাঁও হলেও এলাকার কিছু অংশ ঢাকার আরেকটি আসনের সঙ্গে যুক্ত।
তারেক রহমানের ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা
তারেক রহমানের ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণা
4 দিন আগে
ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। আজ শনিবার (০৩ জানুয়ারি) দুপুরে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং অফিসারের কার্যালয়ে আবদুস সালাম বলেন, বিএনপি বাংলাদেশের গণতন্ত্র আবার ফিরিয়ে আনবে। বাংলাদেশ যখন সংকটে পড়েছে তখনই জিয়া পরিবার সামনে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন।  তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। স্বৈরাচার পাথরের মতো বসে পড়েছিল। আজ সেই স্বৈরাচার বিদায় হয়েছে। এখন পর্যন্ত গণতন্ত্র আমরা ফিরে পাইনি। আগামী নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। যত সমস্যা আছে সব সমস্যার সমাধান করা হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার সুযোগ্যভাবে সেই দায়িত্ব পালন করবে।