ঈদুল-আজহায় হল মাতাতে আসছে যেসব সিনেমা
ঈদুল ফিতরের ঈদের সিনেমা ছিল বেশ জমজমাট। বলা যায়, প্রেক্ষাগৃহে দর্শক টানতে কিছুটা সক্ষম হয়েছে সিনেমাগুলো। সারাবছর ধুঁকে ধুঁকে চলা প্রেক্ষাগৃহগুলোও ফিরে পেয়েছে প্রাণ। গত ঈদে মুক্তি পেয়েছে ৬টি সিনেমা। তারমধ্যে শাকিব খান অভিনীত দুটি সিনেমা ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’য় নায়িকা ছিল যথাক্রমে কলকাতার ইধিকা পাল ও দর্শনা বণিক।
এছাড়াও রয়েছে আফরান নিশো-তমা মির্জা-সুনেরাহ বিনতে কামালের ‘দাগি’, সিয়াম আহমেদ-শবনম বুবলী-প্রার্থনা ফারদিন দীঘির ‘জংলি’, আব্দুন নূর সজল-নুসরাত ফারিয়ার ‘জ্বীন-৩’ ও মোশাররফ করিম অভিনীত ‘চক্কর ৩০২’। সিনেমাগুলোর মধ্যে ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’ ব্যতীত অন্যগুলো এখনো রয়েছে আলোচনায়।
সংশ্লিষ্টদের মতে, এবার ঈদের সিনেমার চালিকাশক্তি ছিলেন নায়িকারা। ৬ সিনেমার নায়িকাদের মধ্যে ২ জন কলকাতার এবং ৫ জন ঢাকার। বলা চলে, ঢাকার নায়িকাদের সামনে খেই হারিয়েছেন কলকাতার নায়িকারা। তাই তো ঈদের ৩ ব্যর্থ নায়িকার তালিকার মধ্যে ২ জনই কলকাতার, ইধিকা পাল ও দর্শনা বণিক। ব্যবসায়িকভাবে সিনেমার ব্যর্থতার জন্য তালিকায় নাম রয়েছে ঢাকার নায়িকা নুসরাত ফারিয়ার।