এবার কমলো স্বর্ণের দাম, প্রতি ভরি ২,১১,০৯৫ টাকা
দেশের স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার পরিপ্রেক্ষিতে একদিনের ব্যবধানে দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম কমানো হয়েছে ১,০৫০ টাকা। ফলে এখন একভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২,১১,০৯৫ টাকা।
আজ বুধবার (০৩ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
গতকাল মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর পূর্বে গত ২০ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানো হয়। এতে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো মানের একভরি স্বর্ণের দাম হয় ২,১৭,৩৮২ টাকা।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম ১,০৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,১১,০৯৫ টাকা। ২১ ক্যারেটের একভরি স্বর্ণের দাম ১,০০৪ টাকা কমিয়ে ২,০১,৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে।