আর্কাইভ
লগইন
হোম
কানাডায় বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর নৌকাডুবিতে মৃত্যু
কানাডায় বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর নৌকাডুবিতে মৃত্যু
দ্য নিউজ ডেস্ক
জুন ১০, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
বোস্টনের মেয়রকে হুমকি ট্রাম্পের: বিশ্বকাপের ম্যাচ সরানোর ইঙ্গিত
বোস্টনের মেয়রকে হুমকি ট্রাম্পের: বিশ্বকাপের ম্যাচ সরানোর ইঙ্গিত
2 দিন আগে
আগামী ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ম্যাচ বোস্টনে আয়োজন নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা উদ্বেগ এবং মেয়র মিশেল উ’র সমালোচনা করে তিনি জানিয়েছেন, প্রয়োজনে বোস্টনের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারেন। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা চাইলে ম্যাচগুলো সরিয়ে নিতে পারি। আমি বোস্টনের মানুষকে ভালোবাসি, জানি ম্যাচগুলো বিক্রি হয়ে গেছে। কিন্তু তোমাদের মেয়র ভালো নয়। সে বুদ্ধিমতী, তবে চরমপন্থী ভাবধারায় বিশ্বাসী, এবং শহরের কিছু অংশ তারা দখল করে নিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা চাইলে মুহূর্তেই ম্যাচগুলো ফেরত নিতে পারি। মেয়র শুধু আমাদের ফোন করলেই আমরা এসে সেগুলো নিয়ে যাব, কিন্তু সে রাজনৈতিক কারণে ভয় পাচ্ছে।’
সৌদিতে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর মরুভূমি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
সৌদিতে নিখোঁজ হওয়ার ১৫ দিন পর মরুভূমি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার
2 দিন আগে
সৌদি আরবে যাওয়ার ৮ মাস পর ১৫ দিন ধরে নিখোঁজ ছিল মাদারীপুর জেলার শিবচর উপজেলার মানিকপুর এলাকার যুবক সবুজ মাতুব্বর (২৪)। এরপর গত সোমবার (১৩ অক্টোবর) মরুভূমিতে বালু ও পাথর চাপা দেওয়া তার লাশ উদ্ধারের খবর আসে বাড়িতে। অর্ধগলিত লাশের চেহারা চেনা না গেলেও পরিচিতরা শনাক্ত করেন হতভাগ্য যুবক সবুজকে। বাড়িতে খবর এলে শোকের মাতম ওঠে অসহায় পরিবারে। স্বজনরা জানান, ভাগ্য পরিবর্তনের আশায় ৮ মাস আগে সৌদি আরব যান সবুজ। প্রথমে রিয়াদে ও পরে কাজের খোঁজে আল কাসিম এলাকায় থাকা শুরু করেন তিনি। পেয়ে যান কাজও। স্বল্প সময়ে দিন ভালোই যাচ্ছিল। ভ্যান চালক বাবা ধার-দেনা করে টাকা জোগাড় করে পাঠিয়েছিলেন সৌদি আরব। স্বপ্ন ছিল দেনা পরিশোধের পর বিদেশ থেকে পাঠানো টাকায় নতুন ঘর তুলবেন। স্বচ্ছল জীবন-যাপন করবেন। তবে সেই স্বপ্ন নিমিষেই দুঃস্বপ্নে পরিণত হলো। সবুজ কাদিরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানিকপুর এলাকার মেছেরমোল্লার গ্রামের আব্দুল জলিল মাতুব্বরের একমাত্র ছেলে।
ভূমধ্যসাগরপথে ইতালিযাত্রা, ১০ দিন খোঁজ নেই ৩৮ বাংলাদেশির
ভূমধ্যসাগরপথে ইতালিযাত্রা, ১০ দিন খোঁজ নেই ৩৮ বাংলাদেশির
3 দিন আগে
হবিগঞ্জ জেলার ৩৮ জনসহ অন্তত ৭০ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ভূমধ্যসাগর হয়ে লিবিয়ার ত্রিপলি থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা একটি নৌকার খোঁজ মিলছে না ১০ দিন ধরে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে ইউরোপের বিভিন্ন দেশে থাকা হবিগঞ্জের নিখোঁজদের স্বজনদের কয়েকজনের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। নিখোঁজ হবিগঞ্জবাসীর বেশিরভাগই জেলা সদরের উমেদনগর, বানিয়াচং উপজেলার সদর ও তারাসই এবং আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ও পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা। নিখোঁজদের মধ্যে রয়েছেন- বানিয়াচং উপজেলার যাত্রাপাশা তলাবপাড়া মহল্লার আলফাজ মিয়া রনি (২১), মোজাক্কির আহমেদ (২১), সিয়াম জমাদার (২১) ও মিজান আহমেদ (২০)। এছাড়া হবিগঞ্জের উমেদনগর, আজমিরীগঞ্জের পশ্চিমভাগ, জলসুখা ও বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের আরও অনেকে নিখোঁজ রয়েছেন।