আর্কাইভ
লগইন
হোম
সার্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে
সার্বিয়ায় সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে
দ্য নিউজ ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
চীনের ওপর থেকে ১০ শতাংশ শুল্ক কমালেন ডোনাল্ড ট্রাম্প
চীনের ওপর থেকে ১০ শতাংশ শুল্ক কমালেন ডোনাল্ড ট্রাম্প
9 ঘন্টা আগে
দক্ষিণ কোরিয়ার বুসানে শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, চীনের সঙ্গে এক বছরের জন্য বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। এতে চীনের ওপর থেকে ১০ শতাংশ শুল্ক কমানো হয়েছে। এই চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘আমাদের চুক্তি হয়ে গেছে।’ মার্কিন প্রেসিডেন্ট জানান, চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করা হচ্ছে। এর মাধ্যমে চীন-মার্কিন বাণিজ্য উত্তেজনা প্রশমনে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চুক্তির অংশ হিসেবে বিরল খনিজ সম্পর্কিত জটিল ইস্যুটিও সমাধান হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে আগামী এপ্রিলে ট্রাম্প চীন সফরে যাবেন বলে জানিয়েছেন। এর পরবর্তী কোনো সময়ে প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। বৈঠক শেষে ট্রাম্প মন্তব্য করেন, ‘বৈঠকটি ছিল অসাধারণ। আমরা অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।’
হামাসের কড়া হুঁশিয়ারি ইসরাইলকে
হামাসের কড়া হুঁশিয়ারি ইসরাইলকে
9 ঘন্টা আগে
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে, আর এই অবস্থায় তারা নীরব থাকবে না।  একইসঙ্গে চলমান এই আগ্রাসনের জন্য দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে সশস্ত্র সংগঠনটি। সংবাদমাধ্যম আল মায়াদিন বলছে, হামাস নিশ্চিত করেছে যে প্রতিরোধ বাহিনী ইসরাইলকে নতুন কোনো হুমকি চাপিয়ে দিতে দেবে না। সংগঠনটি সতর্ক করে দিয়েছে, সাম্প্রতিক হামলাগুলো গাজা যুদ্ধবিরতি চুক্তির মারাত্মক লঙ্ঘন। গতকাল বুধবার (২৯ অক্টোবর) এক সরকারি বিবৃতিতে হামাস জানায়, গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আগ্রাসন স্পষ্টভাবে প্রমাণ করে যে, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তত্ত্বাবধানে শারম আল-শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে দিতে চায়। হামাস দখলদার বাহিনীকে এই বিপজ্জনক পরিস্থিতি ও এর পরিণতির জন্য সম্পূর্ণভাবে দায়ী করে সতর্ক করে বলেছে, ইসরাইলের অব্যাহত আগ্রাসন দূর্বল যুদ্ধবিরতি চুক্তিটিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। সংগঠনটি জানিয়েছে, গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ এবং চুক্তির শর্তাবলীর প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইসরাইলকে সামরিক শক্তির মাধ্যমে স্থিতাবস্থা পরিবর্তনের সুযোগ দেওয়া হবে না।
আন্দোলনে রাসিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ
আন্দোলনে রাসিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, কার্যক্রম বন্ধ
1 দিন আগে
দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক-কর্মচারীদের বেতন বৃদ্ধির আন্দোলনে রাজশাহী সিটি করপোরেশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আজ বুধবার (২৯ অক্টোবর) সকালে সিটি ভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন বিক্ষোভকারীরা। এর ফলে প্রত্যেকটি বিভাগে দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। বুধবার সকাল থেকেই করপোরেশনের প্রবেশদ্বার অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেন বিক্ষুব্ধরা। বিভিন্ন দাবিতে সমবেত হয়ে তারা স্লোগান দেন। এর ফলে সিটি করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা সিটি ভবনে প্রবেশ করতে পারেননি। এর পূর্বে গতকাল মঙ্গলবার দুপুর থেকেই বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীদের মধ্যে পরিচ্ছন্নতা বিভাগের কর্মচারীরাও সম্পৃক্ত থাকার কারণে ইতোমধ্যে পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত রাজশাহী ময়লা-আবর্জনা পরিচ্ছন্নতায় সমস্যা দেখা দিয়েছে।
ইবতেদায়ি শিক্ষকদের ‘ভুখা মিছিলে’ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড
ইবতেদায়ি শিক্ষকদের ‘ভুখা মিছিলে’ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড
1 দিন আগে
জাতীয় প্রেস ক্লাব থেকে পাঁচ দাবিতে সচিবালয় অভিমুখে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ভুখা মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ বুধবার (২৯ অক্টোবর) বেলা ২টা ১০ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যনারে ভুখা মিছিল বের করা হলে তাদের বাধা দেওয়া হয়। শিক্ষকরা সচিবালয়ের সামনে চলে এলে ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এসময় জলকামানও ছোড়া হয়। আন্দোলনকারীরা দাবি করেন- পুলিশ তাদের লক্ষ্য করে ৭টি সাউন্ড গ্রেনেড ছুড়ে মারে। এসময় আহত শিক্ষকদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান অনুরোধ জানান।