আর্কাইভ
লগইন
হোম
থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে নায়িকা নুসরাত ফারিয়া আটক
থাইল্যান্ড যাওয়ার পথে বিমানবন্দরে নায়িকা নুসরাত ফারিয়া আটক
দ্য নিউজ ডেস্ক
May 18, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
প্রেম করছেন ‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট ঝিলিক!
প্রেম করছেন ‘মা’ ধারাবাহিকের সেই ছোট্ট ঝিলিক!
1 ঘন্টা আগে
স্টার জলসার জনপ্রিয় ‘মা’ ধারাবাহিকের ঝিলিক খ্যাত তিথি বসু প্রেম করছেন। এই খবর অবশ্য বেশ কয়েকমাস আগেই প্রকাশ্যে এসেছিল। আসলে তিনি নিজেই কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন। এই অভিনয় শিল্পী গত মার্চে মানালী সফরে গিয়েছিলেন। সেখানেই তিনি খোঁজ দিয়েছিলেন মনের মানুষের। তবে সেখানে অবশ্য তার পরিচয় সামনে আনেননি। এবার অবশেষে প্রেম প্রসঙ্গে কথা বললেন নায়িকা। সেই সফর থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন তিথি। সেখানেই সাদা কালো ছবিগুলোতে দেখা যাচ্ছিল তিনি একা নয়, তার সঙ্গে আছেন আরও একজন। তিনি তার প্রেমিক। যদিও তিথি বা তার প্রেমিক কারও মুখ দেখা যায়নি তখন। ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, আমি ওর, আর ও আমার। শেষ পর্যন্ত শুধু আমি আর সে।
অভিনয় ছেড়ে দিলে যে পেশায় যাবেন মোশাররফ করিম?
অভিনয় ছেড়ে দিলে যে পেশায় যাবেন মোশাররফ করিম?
1 দিন আগে
আমার ‘মাঝে মাঝে মনে হয়, অভিনয়টা ছেড়েই দেব। কিন্তু ১০-১২ দিনের বেশি থাকতে পারি না। মনে হয়, ১০-১২ দিন আগে যেটা ভাবছি সেটা ভুল ভাবছি। মনে হয়, আমি অন্য কোনো কিছু করতে পারছি না। পারব না। আমি উপভোগ করিও না। ’ কথাগুলো বলেছেন দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয়টা যে তার একমাত্র ধ্যান-জ্ঞান ও নেশা সেটাই যেন আবারও কথার মাধ্যমে প্রকাশ করলেন এই তারকা। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে কথাগুলো বললেও সঙ্গে মোশাররফ করিম এও বলেন সাংবাদিকতা করার ইচ্ছে রয়েছে তার। এই অভিনেতার কথায়, সাংবাদিকতা করতে ইচ্ছা করে। অনেক আগে থেকেই আমার মনে হয়, আমি তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। এটা প্রায়ই মনে হয়। অনেক সময় হায়াত ভাইয়ের (আবুল হায়াত) ইন্টারভিউ নিতে ইচ্ছে করে, দীর্ঘ ইন্টারভিউ।