আর্কাইভ
লগইন
হোম
যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরানো, যা বলছেন অর্থনীতিবিদরা
যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরানো, যা বলছেন অর্থনীতিবিদরা
দ্য নিউজ ডেস্ক
June 12, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
দেশের সবগুলো বন্দর নিয়ে যে ‘সুখবর’ দিলেন বিডা চেয়ারম্যান
দেশের সবগুলো বন্দর নিয়ে যে ‘সুখবর’ দিলেন বিডা চেয়ারম্যান
18 ঘন্টা আগে
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সুখবর দিয়ে বলেছেন, ‘চলতি বছরের শেষ নাগাদ চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়ার চর ও বে-টার্মিনালে অপারেটর নিয়োগ দিয়ে যেতে চায় সরকার।’ তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা এখনের চেয়ে বহুগুণ বৃদ্ধি পাবে।’ গতকাল রোববার (১০ আগস্ট) বিকালে চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কনটেইনার টার্মিনালে শিপিং এবং লজিস্টিক এজেন্ট ডেস্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এদিকে, আজ সোমবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আশিক চৌধুরী লেখেন, ‘গতকাল চট্টগ্রাম বন্দর ভিজিট করলাম তিন মাস পর। চট্টগ্রাম বন্দর নিয়ে আমার আগ্রহের মূল কারণ হচ্ছে বিনিয়োগ বৃদ্ধিতে বন্দর সক্ষমতার গুরুত্বপূর্ণ ভূমিকা। প্রত্যেকটি ইনভেস্টরের প্রথম পাঁচটা প্রশ্নের মধ্যে একটা হয় আমাদের পোর্টগুলোকে নিয়ে। যেহেতু দেশের ট্রেডের শতকরা ৯০ ভাগই হয় চট্টগ্রাম বন্দর দিয়ে, সেহেতু আমাদের দেশে বিনিয়োগ আকর্ষণীয় করে তুলতে হলে এই বন্দরকে হতে হবে বেস্ট ইন ক্লাস। তাছাড়া বন্দরগুলো নিজেরাই বিনিয়োগের একেকটা হটস্পট। যেমন- আমাদের লালদিয়া কনটেইনার টার্মিনালে প্রায় পাঁচ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ হবার সম্ভাবনা তৈরি হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এককালীন এফডিআই এর মধ্যে একটি।’
রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো
রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো
4 দিন আগে
গত এক বছরের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সবচেয়ে ভালো খবরটি এলো। সর্বশেষ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.০৭ বিলিয়ন বা ৩ হাজার ৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ডলার। আর নিট রিজার্ভ বা আইএমএফের হিসাবায়ন পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫.০৫ বিলিয়ন বা ২ হাজার ৫০৫ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। গতকাল বুধবার (০৬ আগস্ট) এসব তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। তবে এর বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, তা হ‌লো ব্যয়যোগ্য রিজার্ভ। এই তথ্য আনুষ্ঠানিক প্রকাশ ক‌রে না কেন্দ্রীয় ব্যাংক। সেখানে আইএমএফের এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। বর্তমান ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২০ বিলিয়ন ডলারে।
সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমারের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমারের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা
6 দিন আগে
আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা ও তার স্ত্রী লিপিকা ভদ্রের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার (০৪ আগস্ট) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এদিন দুদকের সহকারি পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ঘুষ গ্রহণ, অপরাধমূলক আচরণ ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্থ উপার্জনপূর্বক নিজনামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান দল গঠন করা হয়েছে।