আইন উপদেষ্টা ৬ মিনিটের সংবাদ সম্মেলনে যা বললেন 
দেশের চলমান রাজনৈতিক সংকট ও সমসাময়িক বিষয় নিয়ে আজ সোমবার (০৩ নভেম্বর) সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণসহ বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব বিষয়ে জানাতে দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ছয় মিনিটের সংবাদ সম্মেলনে দেওয়া আইন উপদেষ্টার পুরো বক্তব্য নিচে তুলে ধরা হলো—
আজ জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের জন্য এবং বহু বিষয়ে ঐকমত প্রতিষ্ঠার জন্য জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উপদেষ্টা পরিষদের সভায় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লিখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। সভায় লক্ষ্য করা হয়, ঐকমত্য কমিশনের দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে।