আর্কাইভ
লগইন
হোম
লালবাগের হোসনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু
লালবাগের হোসনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু
দ্য নিউজ ডেস্ক
July 06, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
আজ ইতিহাস বদলে দেওয়া ঐতিহাসিক ৫ আগস্ট
আজ ইতিহাস বদলে দেওয়া ঐতিহাসিক ৫ আগস্ট
4 ঘন্টা আগে
আজ ইতিহাস বদলে দেওয়া গণ-অভ্যুত্থান দিবস। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের এদিনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ছাত্র, শ্রমিক ও জনতার সম্মিলিত আন্দোলনে শাসকের মোড়কে জড়িয়ে থাকা এক দানবের পতন হয়। এর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার মসনদে চেপে বসা ১৬ বছরের স্বৈরাচারের অবসান হয়। পরবর্তীতে ০৫ আগস্টকে গণ-অভ্যুত্থান দিবস হিসাবে স্বীকৃতি দেয় সরকার। ইতোমধ্যে দিবসটি পালনের জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এছাড়াও প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। রাজনৈতিক দলগুলোও এ দিবসে নানা কর্মসূচি ঘোষণা করেছে।
জুলাই ঘোষণাপত্র: ৮ জোড়া বিশেষ ট্রেন ছাড়ার স্থানসহ সময়সূচি
জুলাই ঘোষণাপত্র: ৮ জোড়া বিশেষ ট্রেন ছাড়ার স্থানসহ সময়সূচি
20 ঘন্টা আগে
আগামীকাল বিকাল ৫টায় উপস্থাপিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক সুধী সমাবেশে গণঅভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। গতকাল রোববার (০৩ আগস্ট) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এর আগে গত শনিবার (০২ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে। ‘ জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে সারাদেশের ছাত্র-জনতার অংশগ্রহণ নিশ্চিত করতে ৮ জোড়া (১৬টি) বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এসব ট্রেনে করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ঢাকায় আসবেন। অনুষ্ঠান শেষে আবার একই ট্রেনে নিজ নিজ এলাকায় ফিরে যাবেন তারা। সরকারের ভাড়া করা ৮ জোড়া (১৬টি) ট্রেনের সময়সূচি—