আর্কাইভ
লগইন
হোম
জাবি’র ৯ শিক্ষক, ৩ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত, ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার
জাবি’র ৯ শিক্ষক, ৩ কর্মকর্তা-কর্মচারী সাময়িক বরখাস্ত, ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার
দ্য নিউজ ডেস্ক
মার্চ ১৮, ২০২৫
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিচ্ছেন ৪৫০ প্রাথমিক শিক্ষার্থীর
প্রধান শিক্ষক একাই পরীক্ষা নিচ্ছেন ৪৫০ প্রাথমিক শিক্ষার্থীর
1 দিন আগে
সহকারী প্রাথমিক শিক্ষকদের চলমান কর্মবিরতির কারণে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর শহরের মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা একাই নিচ্ছেন প্রধান শিক্ষক মো. শাহজাদা ওসমানী। আজ বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা গেছে। বিদ্যালয়ের অফিস কক্ষ ফাঁকা পড়ে আছে, কোনো সহকারী শিক্ষককে পাওয়া যায়নি। তবে বিদ্যালয়ের সামনে অনেক অভিভাবক দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অভিভাবকরা জানায়, সকালে কয়েকজন ম্যাডাম আসছিল তবে প্রধান শিক্ষক পরীক্ষা শুরু করলে তারা স্কুল থেকে চলে যায়। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মো.শাহজাদা ওসমানী বলেন, সহকারী শিক্ষকদের আন্দোলনের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা চাই তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমার জবাবদিহিতার জায়গা থেকে পরীক্ষা নিতে হচ্ছে। তাছাড়া ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ যেন নষ্ট না হয় সেই দিকটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী, অভবিবাক ও আমার অফিস সহায়কের সহযোগিতা নিয়ে পরীক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। 
 মাউশি শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠালো
মাউশি শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠালো
2 দিন আগে
দেশের বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবারের (১১ ডিসেম্বর) মধ্যে তারা নভেম্বরের মাসের বেতন-ভাতা পাবেন বলে জানা গেছে। গতকাল সোমবার (০১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্র জানিয়েছে, নভেম্বর মাসের বেতনের প্রস্তাব পাঠানো হয়েছে। এটি অর্থ মন্ত্রণালয়ের আইবাসেও জমা দেওয়া হয়েছে। তবে আইবাসের কর্মকর্তারা দেশের বাইরে থাকায় এবার শিক্ষকদের বেতন পেতে একটু দেরি হবে।
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
2025-11-23
বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ঢাকায় ৩ দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আজ দুপুরে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে ক্রেডেনসিয়াল হলে দুই নেতা এক আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভুটানের সঙ্গে বাংলাদেশের ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে। তিনি আশা প্রকাশ করেন, ব্যবসা, বাণিজ্য, জলবিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বাংলাদেশের মেডিকেল কলেজে ভুটানি শিক্ষার্থীদের আসন বৃদ্ধি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আসনের জন্য ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি প্রশংসা করেন এবং দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন।