শিশুর হাঁপানি যেভাবে নিয়ন্ত্রণে রাখবেন
শিশুদের হাঁপানি পালমোনারি বা ফুসফুসের একটি দীর্ঘস্থায়ী ব্যাধি যা শ্বাসনালিকে প্রভাবিত করে। এরফলে শিশুদের শ্বাস নিতে অসুবিধা হয়। এটি শৈশবকাল থেকেই শুরু হয়, অনেক শিশুর ৫ বছর বয়সের মধ্যে প্রথম লক্ষণগুলো দেখা দেয়। শ্বাসযন্ত্রের এ অসুস্থতার কারণে শ্বাসনালিতে প্রদাহ এবং সংকীর্ণতা সৃষ্টি হয়, ফলে শ্বাসকষ্ট, কাশি এবং বুক টান বোধ করে শিশু।