আর্কাইভ
লগইন
হোম
সিইসি
রাকসু’র ভোট গণনা হবে ওএমআর পদ্ধতিতে: সিইসি
আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা হবে ওএমআর পদ্ধতিতে। গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে এই কথা জানান রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। এর পূর্বে গত শনিবার ম্যানুয়াল ভোট গণনার দাবিসহ ১২ দফা প্রস্তাব দিয়েছিল ছাত্রদলসহ ২টি প্যানেল।
3 দিন আগে
দলীয় সরকারের অধীনে সব নির্বাচনই বিতর্কিত: আদালতকে সাবেক সিইসি হাবিবুল আউয়াল
দলীয় সরকারের অধীনে সব নির্বাচনই বিতর্কিত: আদালতকে সাবেক সিইসি হাবিবুল আউয়াল
2025-06-26
কাজী হাবিবুল আউয়াল, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেছেন, রাজনৈতিক দলের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি। দলীয় সরকারের অধীনে সব নির্বাচনই বিতর্কিত। শেরে বাংলা নগর থানায় বিএনপির দায়ের করা রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলার শুনানিকালে তিনি এসব কথা বলেন। এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানির একপর্যায়ে হাবিবুল আউয়াল আদালতের অনুমতি নিয়ে কথা বলেন। তিনি বলেন, আমি স্বীকার করেছি- ডামি নির্বাচন করেছি। রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হয়েছে। তবে এখানে আমাকে পয়সা দেওয়ার কোনো প্রশ্ন আসেনি। আমার জীবনে আমি অর্থ আত্মসাৎ বা দুর্নীতি করিনি।
নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মন্জুর
নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মন্জুর
2025-06-23
বিগত সরকারের সময়ে প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার ৪ দিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। আজ সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান রিমান্ডের এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক শামসুজ্জোহা সরকার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাকে ৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।
বিক্ষুব্ধ জনতা সাবেক সিইসি নুরুল হুদাকে ধরে পুলিশে দিল
বিক্ষুব্ধ জনতা সাবেক সিইসি নুরুল হুদাকে ধরে পুলিশে দিল
2025-06-23
গতবছর ০৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষুব্ধ লোক। গতকাল রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সাবেক সিইসি কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, উত্তরা ৫ নম্বর সেক্টরের রোড নম্বর ১/এ এলাকার একটা বাড়ি থেকে নুরুল হুদাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওনার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা আছে। তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, নুরুল হুদার বাসার সামনে স্থানীয় লোকজন জড়ো হয়েছিলেন। খবর পেয়ে তাকে পুলিশ হেফাজতে নেয়।