আর্কাইভ
লগইন
হোম
সিইসি
‘দিলীপ বড়ুয়া কোথায় জানি না, আমি দলের সভাপতি’: কমরেড হারুন চৌধুরী
নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে কমরেড হারুন চৌধুরী বলেছেন, দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি দলের সভাপতি। গতকাল বুধবার (১৩ আগস্ট) বিকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। কমরেড হারুন চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল এ বৈঠকে অংশ নেয়।
2025-08-14
বিক্ষুব্ধ জনতা সাবেক সিইসি নুরুল হুদাকে ধরে পুলিশে দিল
বিক্ষুব্ধ জনতা সাবেক সিইসি নুরুল হুদাকে ধরে পুলিশে দিল
2025-06-23
গতবছর ০৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে পুলিশে দিয়েছে একদল বিক্ষুব্ধ লোক। গতকাল রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, সাবেক সিইসি কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, উত্তরা ৫ নম্বর সেক্টরের রোড নম্বর ১/এ এলাকার একটা বাড়ি থেকে নুরুল হুদাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ওনার বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা আছে। তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, নুরুল হুদার বাসার সামনে স্থানীয় লোকজন জড়ো হয়েছিলেন। খবর পেয়ে তাকে পুলিশ হেফাজতে নেয়।
বঙ্গভবনে সেনাপ্রধান মাগরিবের নামাজে ইমামতি করেন
বঙ্গভবনে সেনাপ্রধান মাগরিবের নামাজে ইমামতি করেন
2025-03-27
বঙ্গভবনে রাষ্ট্রপতিসহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে নামাজে ইমামতি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এদিন ইফতারের পর অতিথিরা অনুষ্ঠানস্থলে অস্থায়ী শেডে মাগরিবের নামাজ আদায় করেন। নামাজে ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেখানে ধারণ করা ছবিতে দেখা যায়, প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ইমাম সাহেবের পিছনে চেয়ারে বসে নামাজ আদায় করছেন। মুসল্লিদের নামাজের সারিতে ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিসহ ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিরা।