মিয়ানমারে সামরিক জান্তার ক্লিনিকে বিমান হামলা: নিহত ১১
মিয়ানমারের সেনাবাহিনী দেশটির প্রত্যন্ত গ্রামের একটি ক্লিনিকে বিমান হামলা চালিয়েছে। এতে একজন ডাক্তারসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।
স্থানীয়দের বরাতে সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এতে বলা হয়, শনিবার (২২ মার্চ) সকালে মাগওয়ে অঞ্চলের হান খার গ্রামে এ হামলা চালানো হয়, যা বর্তমানে অভ্যুত্থানবিরোধী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয়রা জানায়, নিহতদের মধ্যে একজন চিকিৎসক ও তার স্ত্রী ছিলেন। বিমান হামলায় একটি বাড়ির ভেতরে খোলা অস্থায়ী ক্লিনিকটি বিধ্বস্ত হয়। নাম প্রকাশ না করার শর্তে এক গ্রামবাসী বলেন, ‘বিমানটি খুব নিচে দিয়ে উড়ছিল। আমরা যখন লুকিয়ে ছিলাম তখন জোরে বোমা বিস্ফোরণ শুনতে পাই।’ তিনি আরও বলেন, ‘আমি যখন এলাকাটি পরিষ্কার করতে গিয়েছিলাম, তখন আমি কেবল মানুষের দেহের টুকরো দেখতে পেয়েছিলাম। এটি দেখে আমার খুব খারাপ লেগেছিল। ’