আর্কাইভ
লগইন
হোম
সাকিব আল হাসান
বাংলাদেশের ৭ ক্রিকেটার আইপিএল নিলামে
সামনের আইপিএল নিলামের ৩৫০ জনের চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় জায়গা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। ১ কোটি রুপি ভিত্তিমূল্যে নাম নিবন্ধন করলেও শেষ পর্যন্ত তালিকা থেকে ছাঁটাই পড়েছেন তিনি। তবে সাকিব বাদ পড়লেও নিলামের চূড়ান্ত তালিকায় টিকে গেছেন বাংলাদেশের ৭ ক্রিকেটার। তালিকায় থাকা বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার সর্বোচ্চ ২ কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি, যা নিলামে তার দর বাড়াতে ভূমিকা রাখতে পারে।
14 ঘন্টা আগে
সাকিব আবার ব্যর্থ সিপিএলে, হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস
সাকিব আবার ব্যর্থ সিপিএলে, হেরেছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস
2025-08-23
ব্যাট-বল হাতে আবারও হতাশ করলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)। গতকাল শনিবার (২৩ আগস্ট) অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে বড় ব্যবধানে পরাজিত হয়েছে সাকিবের দল অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা নির্ধারিত ২০ ওভারে তোলে ২১১ রান। জবাবে ব্যাট হাতে নেমে ফ্যালকনস গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে। ফলে সাকিবদের দল হেরে বসে ৮৩ রানের ব্যবধানে। সাকিব বল হাতে পান মাত্র ২ ওভারের সুযোগ, খরচ করেন ১৬ রান, তবে কোনো উইকেট পাননি। ব্যাট হাতে নামেন ৫ নম্বরে, খেলেন ৭ বলে ৮ রানের ইনিংস। শেষ পর্যন্ত ইমরান তাহিরের বলে স্টাম্পিং হয়ে ফেরেন সাজঘরে। এবারের সিপিএলে চার ম্যাচে সাকিবের রান মাত্র ৩৯ এবং বল হাতে এখন পর্যন্ত একটি উইকেট। টুর্নামেন্ট জুড়েই যেন অফফর্মের মধ্যে ঘুরপাক খাচ্ছেন তিনি।
সাকিবদের বিদায় দিয়ে ফাইনালে যাদের পেল রংপুর রাইডার্স
সাকিবদের বিদায় দিয়ে ফাইনালে যাদের পেল রংপুর রাইডার্স
2025-07-17
লিগ পর্বে আরও একটি ম্যাচ বাকি আছে। তার আগেই রংপুর রাইডার্স নিশ্চিত করে বসেছে গ্লোবাল সুপার লিগের ফাইনাল। গতকাল বুধবার (১৬ জুলাই) সাকিব আল হাসানদের দল দুবাই ক্যাপিটালসকে বিদায় করে দেন রংপুর রাইডার্স। তাতেই নিশ্চিত হয় টানা দ্বিতীয়বার শিরোপার মঞ্চে ওঠার সুযোগ। গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে রাইডার্সরা ৫ উইকেটে জমা করে ১৫৮ রান। লক্ষ্য তাড়ায় ম্যাচটি জমিয়ে নেয় দুবাই। তবে শেষ হাসি হাসে নুরুলদের দল। দিনের অন্য খেলায় হোবার্ট হ্যারিকেন্সকে বিদায় করে ফাইনালে ওঠে গায়না অ্যামাজন ওয়ারিয়র্স। আগামিকাল শুক্রবার (১৮ জুলাই) শিরোপা ফয়সালার ম্যাচ। তার আগে আজ রাতে সেন্ট্রাল ডিস্ট্রিকের বিপক্ষে নামবে সোহানরা। গতকাল ফাইনাল নিশ্চিতের পর দলের অধিনায়ক সোহান উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সতীর্থদের, ‘এটা আমাদের জন্য খুশির দিন। ফাইনালে উঠলে অবশ্যই বাড়তি প্রেরণা পাবেন। যেটা আগেও বলেছি, রংপুর এমন একটি দল যেটা সবদিক কাভার করেছে। উপর থেকে মাঝ পর্যন্ত, মাঝ থেকে নিচ পর্যন্ত, এমনকি বোলিংয়েও আমাদের দলে অনেক বৈচিত্র্য আছে।’
সাকিব খেলবেন গ্লোবাল সুপার লিগে
সাকিব খেলবেন গ্লোবাল সুপার লিগে
2025-07-06
সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা আপাতত বন্ধ, তবে ক্রিকেট থেকে বিদায় নেননি তিনি। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে তার যাত্রা এখনও অব্যাহত রয়েছে। এবার সেই ধারাবাহিকতায় গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে অংশ নিতে যাচ্ছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। দুবাই ক্যাপিটালস নিশ্চিত করেছে, দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের পরিবর্তে তারা দলে নিয়েছে সাকিবকে। আজ রোববার (০৬ জুলাই) এক সামাজিক মাধ্যম পোস্টে এই ঘোষণা দেয় তারা। আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) গায়ানায় শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের দল দুবাই ক্যাপিটালস, প্রতিপক্ষ নিউ জিল্যান্ডের সেন্ট্রাল স্ট্র্যাগস।