আর্কাইভ
লগইন
হোম
সব্যসাচী ক্রিকেটার
কামিন্দু দুই হাতে বোলিং করে ইতিহাস গড়লেন আইপিএলে
শ্রীলঙ্কান অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস। তাকে ‘সব্যসাচী ক্রিকেটার’ বললে মোটেও বেশী বলা হবে না। তিনি বাঁ ও ডান—দুই হাতেই সমান দক্ষতায় বোলিং করতে পারেন। সেইসঙ্গে রয়েছে চমৎকার ব্যাটিং দক্ষতাও। গতকাল (০৩ এপ্রিল) ইডেন গার্ডেন্সে নিজের সেই অনন্য গুণের পরিচয় দিয়ে আইপিএলে রেকর্ড গড়লেন এই অলরাউন্ডার। ২৬ বছর বয়সী কামিন্দু মেন্ডিস আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ২ হাতে বোলিং করার নজির গড়েছেন। তাও আবার তার নিজের অভিষেক ম্যাচেই! শুধু বোলিং করেই ক্ষান্ত হননি, একটি উইকেটও তুলে নিয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে এই কীর্তি গড়েন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা এই অলরাউন্ডার।
2 দিন আগে