আর্কাইভ
লগইন
হোম
শিশুধর্ষণ
মহাখালীতে পথশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক
ঢাকার মহাখালীতে ৯ বছরের পথশিশু ধর্ষণের অভিযোগে আলামিনকে (২১) নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার। ওসি রাসেল জানান, ঘটনার পরপরই আশেপাশে সিসিটিভি পর্যবেক্ষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। একপর্যায়ে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে ঐ শিশুকে গতকালকেই সে দেখেছে। একপর্যায়ে শিশুটিকে নানাভাবে ফুসলিয়ে মহাখালীর একটি পরিত্যক্ত অফিস কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করে।
2025-07-16