আ.লীগের বিচার দাবিতে শাহবাগ অবরোধ
রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের বিচারের দাবিতে অবরোধ করেছে সাধারণ ছাত্র-জনতা। আজ শনিবার (২২ মার্চ) বিকেলে ৩টার দিকে এ অবরোধ কর্মসূচি শুরু হয়।
এ সময় আন্দোলনকারীদের পক্ষ থেকে দফা এক, দাবি এক, লীগ নট কাম ব্যাক স্লোগান দিতে দেখা যায়।
এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ নামে একটি প্ল্যাটফর্ম।
সরেজমিনে দেখা যায়, প্রায় ৫০ জনের এ দল শাহবাগ চত্বরে অবস্থান নিয়েছে। এতে শাহবাগ দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে।