‘আপার ক্লাস থেকে সাধারণ দর্শক, সবাই দেখছেন বরবাদ’: শাকিব খান
মুক্তির ২২তম দিনে প্রেক্ষাগৃহে হাজির হয়ে ‘বরবাদ’ সিনেমা দেখলেন শাকিব খান। এবারে ঈদে মুক্তির পর দেশজুড়ে প্রেক্ষাগৃহগুলোতে দর্শকদের উপচেপড়া ভিড়, টিকিট নিয়ে হাহাকার চলছে। ঢাকাই সিনেমার সবচেয়ে বড় তারকা শাকিব নিজেও জানিয়েছিলেন, তার পরিবারের সদস্যরাও টিকিট পাচ্ছেন না ছবি দেখার।
গতকাল সোমবার (২১ এপ্রিল) এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শোতে উপস্থিত হন শাকিব খান। সিনেমা দেখার পূর্বে সাংবাদিকদের মাধ্যমে তিনি দর্শকদের ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করেন।