আর্কাইভ
লগইন
হোম
লন্ডন
খালেদা জিয়ার নির্দেশ: নেতাকর্মীদের আহতদের পাশে দাঁড়াতে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থী নিহত ও আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। গতকাল সোমবার (২১ জুলাই) ঘটে যাওয়া এই দুর্ঘটনাকে তিনি বেদনাদায়ক ও হৃদয়বিদারক বলে আখ্যা দেন। বিএনপি‘র মিডিয়া সেলের তথ্যমতে, দলটির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিহত ও আহতদের পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের জন্য রক্তদানের আহ্বানও জানিয়েছেন তারা।
18 ঘন্টা আগে