ক্লাব ফুটবলে ৮০০ গোলের চূড়ায় পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো
গতকাল শনিবার (১৮ অক্টোবর) রাতে আল-আউয়াল পার্কে আল ফাতাহর বিপক্ষে এক দুর্দান্ত ম্যাচে চোখধাঁধানো এক গোল করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার অসাধারণ নৈপুণ্যে আল নাসর ৫-১ গোলের বিশাল জয় তুলে নিয়ে সৌদি প্রো লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। এই জয়ের ফলে টানা পাঁচ ম্যাচে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল দলটি।
পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই পর্তুগিজ কিংবদন্তি যেন থামতেই চাইছেন না। ম্যাচের ৬০তম মিনিটে বক্সের বাইরে বাম প্রান্ত থেকে নেওয়া তার বুলেট গতির শট প্রতিপক্ষের গোলপোস্টের টপ কর্নারে আছড়ে পড়ে। এর ঠিক এক মিনিট আগেই অবশ্য তিনি একটি পেনাল্টি মিস করে বসেন, যা গ্যালারিতে উপস্থিত বিখ্যাত ইউটিউবার আইশোস্পিডসহ (IShowSpeed) সকল ভক্তদের হতাশ করেছিল।