আর্কাইভ
লগইন
হোম
রেমিট্যান্স
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি ডলার
এই চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১০৭ কোটি ১০ লাখ ডলার বা ১৩,১৭৩ কোটি টাকা। যা গত বছরের জুলাইয়ের ১২ দিনে এসেছিল ৯৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এই হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি মাসের ১২ দিনে ১২ কোটি ৩০ লাখ ডলার বেশি প্রবাসী আয় এসেছে। গতকাল রোববার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয়ের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, জুলাইয়ের ১২ দিন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৫ কোটি ১৮ লাখ ১০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪৮ লাখ ৬০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৭ কোটি ১৬ লাখ ১০ হাজার ডলার। আর বাংলাদেশে বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ লাখ ৩০ হাজার ডলার।
7 ঘন্টা আগে
এবার প্রবাসী আয়ে অতীতের সব রেকর্ড ভাঙলো
এবার প্রবাসী আয়ে অতীতের সব রেকর্ড ভাঙলো
2025-05-12
প্রবাসী আয়ে এবার অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছেন প্রবাসীরা। চলতি অর্থ বছরের ০৭ মে পর্যন্ত এসেছে ২৫.২৭ বিলিয়ন ডলার, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। এর পূর্বে দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২৪.৭৭ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব অনুযায়ী, জুলাই ২০২৩ থেকে ০৭ মে ২০২৪ পর্যন্ত এসেছিল ১৯.৭২ বিলিয়ন ডলার। আর ০৭ মে ২০২৫ এ প্রবাসী আয় এসেছে ১১০ মিলিয়ন ডলার। এ মাসের প্রথম ০৭ দিনে এসেছে ৭৩৫ মিলিয়ন ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বেশি। গত বছরে সে সময়ে এসেছিল ৬০১ মিলিয়ন ডলার।