আর্কাইভ
লগইন
হোম
মুশফিকুর রহিম
নাসির-ইমাদের নিয়ন্ত্রিত বোলিং, সাব্বির-শামীমের ব্যাটে ঢাকার জয়
রাজশাহী ওয়ারিয়র্স-এর বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে মাঝারি সংগ্রহে আটকে রেখে শেষ পর্যন্ত চাপের মধ্যেও জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। ইমাদ ওয়াসিমের আঁটসাঁট স্পেল ও নাসির হোসেনের স্পিনে ভর করে রাজশাহী থামে ১৩২ রানে। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে একাধিকবার বিপদে পড়লেও শেষদিকে শামীম হোসেন পাটোয়ারি ও সাব্বির রহমানের দৃঢ়তায় ৫ উইকেটের জয় নিশ্চিত করে ঢাকা। টস হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহীর ইনিংস শুরু থেকেই ধাক্কায় পড়ে। শুরুতেই প্রথম বলেই সাহিবজাদা ফারহান আউট হলে চাপে পড়ে দলটি। তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা বাজে সময় কাটানোর চেষ্টা করেন। তবে নাসির হোসেনের অফ স্পিনে আক্রমণাত্মক হতে গিয়ে তানজিদ ১৫ বলে ২০ রান করে ক্যাচ দেন।
2 দিন আগে
শান্তর সেঞ্চুরির পর তাণ্ডব, শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
শান্তর সেঞ্চুরির পর তাণ্ডব, শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জ জানিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
2025-06-21
যখন বৃষ্টিতে প্রথম সেশন অকালে শেষ হয়ে গেল, তখন থেকেই অপেক্ষা ছিল বাংলাদেশ কখন ইনিংস ঘোষণা করবে। তবে সেটা যে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পরই হচ্ছে, তাতে কোনো সন্দেহ ছিল না। শেষমেশ হয়েছেও তাই। বাংলাদেশ অধিনায়ক ইতিহাস গড়েছেন সেঞ্চুরি করে। এরপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন শ্রীলঙ্কান বোলারদের ওপর। এরপরই বাংলাদেশ করেছে ইনিংস ঘোষণা। বাংলাদেশ ৬ উইকেটে তুলেছে ২৮৫ রান দ্বিতীয় ইনিংসে। এতে দলের লিড গিয়ে ঠেকেছিল ২৯৫ রানে। এরপর ইনিংস ঘোষণা করায় শ্রীলঙ্কার সামনে লক্ষ্য দাঁড়াল ২৯৬ রানের। হাতে অবশ্য ওভার বেশি নেই। সব মিলিয়ে সর্বোচ্চ খেলা হতে পারে ৩৭ ওভার।