আর্কাইভ
লগইন
হোম
মির্জা ফখরুল
ঐকমত্য কমিশনের সুপারিশমালা প্রতারণামূলক: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালা ‘প্রতারণামূলক’ অভিহিত করে অবিলম্বে তা সংশোধনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে এক আলোচনা সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রণীত সুপারিশমালার ওপর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপি মহাসচিব এই আহ্বান জানান। তিনি বলেন, ‘আমাদের জাতীয় ঐকমত্য কমিশন, তারা তাদের রিকমন্ডেশন দিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টার সইও আছে সেখানে। তিনিও এই কমিশনের চেয়ারম্যান। এখন অবাক বিস্ময়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে, আমরা একেবারে পরিষ্কারভাবে যে বিষয়গুলোর সঙ্গে একমত ছিলাম না, আমরা সেখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার একটা প্রতিশ্রুতি ছিল তাদের (জাতীয় ঐক্যমত্য কমিশনের)।’
14 ঘন্টা আগে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ
2025-08-13
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল মঙ্গলবার (১২ আগস্ট) রাতে গুলশানে চেয়ারপারসনের বাসভবন 'ফিরোজা'য় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই সময় বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন। এদিকে, চোখের ফলোআপে আজ বুধবার (১৩ আগস্ট) সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন বলে দলীয় সূত্রে জানা যায়। মূলত: ব্যাংকক সফরের পূর্বে তিনি দলীয় প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন।
আজ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি
আজ গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিএনপির বিজয় র‍্যালি
2025-08-06
গতবছরের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ বুধবার (০৬ আগস্ট) ঢাকায় বিজয় র‌্যালি করবে বিএনপি। পাশাপাশি সব জেলা ও মহানগরেও দলের পক্ষ থেকে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হবে। র‌্যালিতে ঢাকা বিভাগের জেলাগুলো যথাক্রমে টাঙ্গাইল, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, গাজীপুর, গাজীপুর মহানগর, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন। র‌্যালি শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বিএনপির ৫ সদস্যর প্রতিনিধিদল থাকবে
জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে বিএনপির ৫ সদস্যর প্রতিনিধিদল থাকবে
2025-08-05
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে দলের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। গতকাল সোমবার (০৪ আগস্ট) রাতে গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধিদলে থাকবেন তিনি, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।