কালশী ফ্লাইওভারে দুর্ঘটনায় বাইক আরোহী ২ যুবক নিহত
রাজধানীর মিরপুর এলাকার কালশী নতুন রাস্তা এলাকার ফ্লাইওভারে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক ও আরোহী দুজনই নিহত হয়েছেন। নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। নিহতদের বয়স আনুমানিক ১৮ থেকে ১৯ বছর হবে। গতকাল শুক্রবার (০৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর পর ফ্লাইওভারের নিচ থেকে একজন ও অপর একজনকে ফ্লাইওভার থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যান পথচারীরা। রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।