নায়ক সালমান শাহ হত্যার বিচার চেয়ে ভক্তদের মানববন্ধন
ঢালিউডের প্রয়াত তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ'র অপমৃত্যু সাম্প্রতিক সময়ে হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। এরপর থেকে নায়কের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি তুলেছেন সালমান ভক্তরা। গতকাল সালমান হত্যা মামলার আসামি সামিরা হক-ডনদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন কাশিমপুর ইউনিয়নের সালমান শাহ ভক্তরা। ‘জাস্টিস ফর সালমান শাহ’ স্লোগানে সজ্জিত ব্যানার নিয়ে নানা রঙের ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে সাজানো এই মানববন্ধনে অংশ নেন সারা দেশ থেকে আসা সালমান শাহ ভক্তরা।