‘গো ব্যাক মোদি’ স্লোগানে উত্তাল ভারতের মণিপুর রাজ্য
বিগত দুইবছর আগে মণিপুরে ঘটে যাওয়া প্রায় ২৫০ জনের প্রাণহানির পর গত শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রথমবারের মতো এই উত্তেজনাপূর্ণ রাজ্যে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে মোদির সফরের কয়েক ঘণ্টার মধ্যেই মণিপুরে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটেছে। এই সময় বিক্ষোভ করেন এবং ‘গো ব্যাক মোদি’ স্লোগান দেন।
এদিকে পুলিশ শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে, যার ফলে বহু মানুষ আহত হয়েছেন।