মণিপুর নরকে পরিণত হতে চলেছে
জাতিগত সংঘাত ভারতের মণিপুরে চলমান। কুকি ও মেতেই গোষ্ঠীর চলমান সংঘাতে নরকে পরিণত হতে চলেছে মণিপুর। সেখান থেকে ব্যাপক মানুষকে উৎখাত করা হয়েছে। এছাড়া প্রাণ হারিয়েছেন কয়েক’শ মানুষ। তাদের বিরোধ এতই বেড়েছে যে, দুই আদিবাসী গোষ্ঠীর মধ্যে কেউই তাদের নির্দিষ্ট এলাকার বাইরে গিয়ে নিজেদের কোনো কার্যক্রম পরিচালনা করতে পারে না। সবসময় তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে। অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত এক সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।