আর্কাইভ
লগইন
হোম
ভূমিকম্প
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৮০০ ছাড়িয়ে গেছে
আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ৮০০ জনেরও বেশি মানুষের প্রাণ গেছে। গত রবিবার (৩১ আগস্ট) গভীর রাতে ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। জাতিসংঘের আফগানিস্তানবিষয়ক প্রধান সমন্বয়কারী জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের জন্য গরম খাবার ও কম্বল প্রস্তুত রাখা হয়েছে। ভূমিকম্পটি পাহাড়ি ও দুর্গম কুনার প্রদেশে আঘাত হানে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ফলে আকাশপথেই অভিযান চালাতে হচ্ছে, হেলিকপ্টার ব্যবহার করে দুর্গত এলাকায় পৌঁছানোর চেষ্টা চলছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের দাবি, পুরো গ্রামসমূহ মাটির সঙ্গে মিশে গেছে।
1 দিন আগে
ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি ২ হাজার ছাড়াল
ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি ২ হাজার ছাড়াল
2025-03-31
গত শুক্রবারে (২৮ মার্চ) মিয়ানমারে অনুভূত ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২,০০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৩,৪০০ জনের বেশি এবং এখনো নিখোঁজ ২ শতাধিক মানুষ। ভূমিকম্পের ৩ দিন পরও আটকেপড়া মানুষদের খুঁজে বের করার প্রচেষ্টা আর জোরদার রেখেছে প্রশাসন। সোমবার (৩১ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানায়, এমন ভায়বহ পরিস্থিতিতে দেশটির সামরিক সরকার সোমবার থেকে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। এ সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
মিয়ানমার ভূমিকম্প:  ৬০ ঘণ্টা পর ৪ জন জীবিত উদ্ধার
মিয়ানমার ভূমিকম্প: ৬০ ঘণ্টা পর ৪ জন জীবিত উদ্ধার
2025-03-31
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  রোববার (৩০ মার্চ) তাদের সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবন থেকে উদ্ধার করা হয় বলে জানায় দেশটির ফায়ার সার্ভিস। সেখানে মৃত অবস্থায় একজনকে পাওয়া গেছে। খবর বিবিসির। গত শুক্রবার (২৮ মার্চ) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে দেশটিতে এখনপর্যন্ত অন্তত ১,৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ হাজারো মানুষ। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। দুই দেশেই উদ্ধার কাজ চলছে।