আর্কাইভ
লগইন
হোম
ভূমিকম্প
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে ভূমিকম্প অনুভূত
বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, বাংলাদেশসহ চীন, ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামের ঢেকিয়াজুলিতে। ইন্ডিয়া এবং বার্মা প্লেট এবং বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলছেন, যেকোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত হানবে। রাজধানী ঢাকার আশপাশে বড় মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ঢাকা মহানগরীর। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ঢাকায় যদি ৭ মাত্রার ভূমিকম্পও আঘাত হানে, আমরাদের যে প্রস্তুতি, ভবনের স্ট্রাকচার, ঘনবসতি তাতে অনেক বড় বিপর্যয় হতে পারে।
2025-09-14
ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি ২ হাজার ছাড়াল
ভূমিকম্পে মিয়ানমারে প্রাণহানি ২ হাজার ছাড়াল
2025-03-31
গত শুক্রবারে (২৮ মার্চ) মিয়ানমারে অনুভূত ৭.৭ মাত্রার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২,০০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ৩,৪০০ জনের বেশি এবং এখনো নিখোঁজ ২ শতাধিক মানুষ। ভূমিকম্পের ৩ দিন পরও আটকেপড়া মানুষদের খুঁজে বের করার প্রচেষ্টা আর জোরদার রেখেছে প্রশাসন। সোমবার (৩১ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। মিয়ানমারের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি জানায়, এমন ভায়বহ পরিস্থিতিতে দেশটির সামরিক সরকার সোমবার থেকে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। এ সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
মিয়ানমার ভূমিকম্প:  ৬০ ঘণ্টা পর ৪ জন জীবিত উদ্ধার
মিয়ানমার ভূমিকম্প: ৬০ ঘণ্টা পর ৪ জন জীবিত উদ্ধার
2025-03-31
মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পের প্রায় ৬০ ঘণ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  রোববার (৩০ মার্চ) তাদের সাগাইং অঞ্চলে ধসে পড়া একটি স্কুল ভবন থেকে উদ্ধার করা হয় বলে জানায় দেশটির ফায়ার সার্ভিস। সেখানে মৃত অবস্থায় একজনকে পাওয়া গেছে। খবর বিবিসির। গত শুক্রবার (২৮ মার্চ) দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়। এতে দেশটিতে এখনপর্যন্ত অন্তত ১,৭০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ হাজারো মানুষ। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও। দুই দেশেই উদ্ধার কাজ চলছে।