এখন দেশে রিজার্ভ ৩০.৮৫ বিলিয়ন মার্কিন ডলার
বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৮৫ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশের রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ২৫.৮৬ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গত বৃহস্পতিবার (২১ আগস্ট) এই তথ্য জানান।
মুখপাত্র জানান, আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ২,৫৮৬ কোটি ১২ লাখ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩,০৮৫ কোটি ৬৮ লাখ ডলারে। যা গত ১৭ আগস্ট ছিল রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ২,৫৮০ কোটি ৬৮ লাখ ডলারে।
অপরদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল ৩,০৮০ কোটি ৯৯ লাখ ডলারে।