বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ড্র অনুষ্ঠানে মঞ্চ কাঁপাবেন যারা
আগামী শুক্রবার (০৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। শুধু পট থেকে বল তোলার আনুষ্ঠানিকতা নয়, দর্শকদের জন্য থাকছে চমকপ্রদ ও ঝলমলে আয়োজন। লাখো দর্শককে আনন্দ দিতে মঞ্চে উপস্থিত থাকবেন বিনোদন জগতের জনপ্রিয় তারকারা।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল, প্রযোজক ও এমি–জয়ী টেলিভিশন তারকা হাইডি ক্লুম এবং মার্কিন কৌতুক অভিনেতা কেভিন হার্ট। পাশাপাশি মঞ্চ মাতাতে থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজও।