আর্কাইভ
লগইন
হোম
বিলিয়ন
প্রথম ফুটবলার হিসেবে রোনালদোর ইতিহাসে নতুন মাইলফলক
বিশ্বের ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ফুটবলে একের পর এক রেকর্ড ভাঙার পর এবার অর্থনৈতিক ক্ষেত্রেও নিজেকে ইতিহাসের পাতায় অমর করে রাখলেন পর্তুগালের এই তারকা। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এক বিলিয়ন ডলার তথা ১০০ কোটি ডলারের মালিক হলেন এই পর্তুগিজ সুপারস্টার। তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার, বলে জানিয়েছে ব্লুমবার্গ। ব্লুমবার্গ বিলিওনিয়ার ইনডেক্সে সম্প্রতি রোনালদোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকা তৈরি করেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা, যেখানে বিশ্বের ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ স্যালারি, বিনিয়োগ, ব্যবসা, সম্পত্তি ইত্যাদির ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় এবং নিয়মিত হালনাগাদ করা হয়। ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরেই রোনালদো ও তার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লিওনেল মেসি প্রায় সমান আয় করতেন।
5 দিন আগে
রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো
রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়ালো
2025-08-07
গত এক বছরের বৈদেশিক মুদ্রার রিজার্ভের সবচেয়ে ভালো খবরটি এলো। সর্বশেষ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০.০৭ বিলিয়ন বা ৩ হাজার ৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার ডলার। আর নিট রিজার্ভ বা আইএমএফের হিসাবায়ন পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৫.০৫ বিলিয়ন বা ২ হাজার ৫০৫ কোটি ৭৮ লাখ ৭০ হাজার ডলার। গতকাল বুধবার (০৬ আগস্ট) এসব তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়। তবে এর বাইরে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের আরেকটি হিসাব রয়েছে, তা হ‌লো ব্যয়যোগ্য রিজার্ভ। এই তথ্য আনুষ্ঠানিক প্রকাশ ক‌রে না কেন্দ্রীয় ব্যাংক। সেখানে আইএমএফের এসডিআর খাতে থাকা ডলার, ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ক্লিয়ারিং হিসাবে থাকা বৈদেশিক মুদ্রা এবং আকুর বিল বাদ দিয়ে ব্যবহারযোগ্য রিজার্ভের হিসাব করা হয়। বর্তমান ব্যয়যোগ্য রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২০ বিলিয়ন ডলারে।
আরও বাড়লো রিজার্ভ
আরও বাড়লো রিজার্ভ
2025-06-26
বাংলাদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কিছুটা বেড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ২৭৬৭২.০২ মিলিয়ন বা ২৭.৬৭ বিলিয়ন ডলার। গতকাল বুধবার (২৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৫ জুন পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ ২৭৬৭২.০২ মিলিয়ন ডলার বা ২৭.৬৭ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২২৬৫২.৩৯ মিলিয়ন বা ২২.৬৭ বিলিয়ন ডলার। এর পূর্বে গত মঙ্গলবার (২৪ জুন) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ২৭.৩০ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভ প্রায় ২২.২৪ বিলিয়ন ডলার।