বাংলাদেশিদের বিদেশে বিনিয়োগ বেড়েছে
বর্তমানে বাংলাদেশি উদ্যোক্তাদের বিদেশে পুঁজি বিনিয়োগের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে ৩৫ কোটি ১৪ লাখ ডলার। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ ৪২৮৭ কোটি টাকা। এর মধ্যে গত অর্থবছরে নতুন পুঁজি বিনিয়োগ ৩ কোটি ৫০ লাখ ডলার। আলোচ্য বিনিয়োগের মধ্যে দেশ থেকে নগদ পুঁজি হিসাবে গেছে ১ কোটি ৬৪ লাখ ডলার। এছাড়া উদ্যোক্তাদের কোম্পানিগুলো বিদেশে ব্যবসা থেকে অর্জিত মুনাফা পুনরায় বিনিয়োগ করেছে ৩ কোটি ২০ লাখ ডলার। ঐ সময়ে এক কোম্পানি অন্য কোম্পানি থেকে ঋণ নিয়ে কোনো পুঁজি বিনিয়োগ করেনি। উলটো আগের নেওয়া ঋণের মধ্যে ১ কোটি ৩৪ লাখ ডলার পরিশোধ করেছে। বাংলাদেশের কোম্পানিগুলো এখন পর্যন্ত বিশ্বের ১৮টির বেশি দেশে বিনিয়োগ করেছে।