আ. লীগের রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নাই: আন্দালিব রহমান পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই। তিনি বলেন, আমি এখনো বিশ্বাস করি আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক কোনো অধিকার নাই। যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে, ক্ষম না চায় এবং তাদের বিচার না হয়। সম্প্রতি তিনি ঢাকায় এক সমাবেশে এসব কথা বলেন।