ফ্লাইওভারে বাসের ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, আহত ২
রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। নিহতের নাম মেহেরুন্নেছা ভূমি (২২)। তিনি আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তান টোল প্লাজার জ্যামে দাঁড়িয়ে থাকা অবস্থায় মনজিল পরিবহনের একটি বাস একাধিক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী কয়েকজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মেহেরুন্নেছা মারা যান।