আর্কাইভ
লগইন
হোম
ফ্লাইওভার
রাজধানীর মৌচাক ফ্লাইওভারে সিএনজি–বাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
রাজধানীর মৌচাক ফ্লাইওভারের ওপর সিএনজিচালিত অটোরিকশা ও বাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক সিএনজি চালক এবং অপরজন বাইক আরোহী। আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে মৌচাক ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. নয়ন তালুকদার (৭০) পেশায় সিএনজি চালক, তিনি যাত্রাবাড়ীর ধলপুর এলাকার বাসিন্দা এবং বাইক আরোহী মো. ইয়াসিন আরাফাত (২১) দক্ষিণ মুগদার ১৪১ নম্বর এলাকার বাসিন্দা এবং তিনি বাশার জহিরুল ইসলামের ছেলে। সংঘর্ষের পর দুইজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।
5 ঘন্টা আগে