কেএফসি ও বাটায় ভাঙচুর-লুটপাটের ঘটনায় খুলনায় গ্রেফতার ৩১
দেশের দক্ষিণের বিভাগীয় শহর খুলনায় কেএফসি ও বাটায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ৩১ জনকে গ্রেফতার করেছে।আজ মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব এ তথ্য জানান।
তিনি জানান, গতকাল সোমবার (০৭ এপ্রিল) খুলনা শহরে কেএফসি ফুডকোর্ট ও বাটা শো-রুমে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত অন্যান্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।