ভূমিকম্পে প্রাণহানি হাজার ছাড়ালো মিয়ানমারে
গতকালের শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ভয়াবহ রূপ নিয়েছে মিয়ানমারে। দেশটির জান্তা সরকার জানিয়েছে, এই দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ২ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২ হাজার ৩৭৬ জনের বেশি।
ভূমিকম্পের পর থেকে ছোটখাট কম্পন অব্যাহত থাকায় আতঙ্কে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় রাত কাটিয়েছেন, বিশেষ করে মান্দেলেতে। এটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর, যেখানে শুক্রবার (২৮ মার্চ) থেকে শনিবার (২৯ মার্চ) সকাল পর্যন্ত বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে।