আর্কাইভ
লগইন
হোম
পোশাক শ্রমিক
গাজীপুরে শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে অবরোধ শুরু হলেও বেতন পরিশোধের আশ্বাসের পর তা প্রত্যাহার করেন তারা। সকাল ৮টার দিকে উপজেলার শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কে অবস্থান নেন বরমী সিটপাড়া এলাকার গার্ডেনিয়া ওয়্যার লিমিটেডের প্রায় ৫ শতাধিক শ্রমিক। এই সময় স্লোগান দিতে দিতে তারা যান চলাচল বন্ধ করে দেন। প্রায় ৩ ঘণ্টা অবরোধের পর পুলিশ ও প্রশাসনের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ আগামীকাল মঙ্গলবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকরা সড়ক থেকে সরে যান।
2025-09-29