পিএসএল অভিষেক রাঙানো রিশাদের প্রশংসায় শাহিন শাহ আফ্রিদি
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল (১৩ এপ্রিল) লাহোর কালান্দার্সের হয়ে অভিষেক হয়েছে বাংলাদেশি রিশাদ হোসেনের। আর অভিষেকেই বল হাতে আলো ছড়ালেন বাংলাদেশি এই লেগ স্পিনার।
নিজের প্রথম ম্যাচেই নিয়েছেন ৩ উইকেট। তিনি দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ম্যাচ শেষে তাই রিশাদের প্রশংসা করেন লাহোরের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি।