আর্কাইভ
লগইন
হোম
পরীক্ষা
অস্ট্রেলিয়ার গবেষকরা ক্যানসারের নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করলেন
এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি নতুন ক্যানসার চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা উন্নত প্রযুক্তি ব্যবহার করে ক্যানসার কোষকে লক্ষ্য করে এবং স্বাভাবিক কোষকে কোনো ক্ষতি না করে ধ্বংস করতে সক্ষম। গবেষকরা বলছেন, ‘ন্যানো ডট’ নামে সুক্ষ্ম ধাতব কণাগুলো মানুষের দেহে ক্যান্সার কোষ সনাক্ত ও ধ্বংস করতে পারে। এই পদ্ধতি লক্ষ্যভিত্তিক ক্যান্সার থেরাপিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের ডা. বাওওয়ে ঝেং বলেন, ক্যান্সার কোষ স্বাভাবিক কোষের তুলনায় বেশি চাপের মধ্যে থাকে। এই ধাতব কণাগুলো সেই চাপ আরও বাড়িয়ে দেয়, যার ফলে ক্যান্সার কোষ নিজেই ধ্বংসের প্রক্রিয়া শুরু করে। 
2 দিন আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপিএড পরীক্ষা ১২ অক্টোবর শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপিএড পরীক্ষা ১২ অক্টোবর শুরু
2025-09-30
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন (বিপিএড) দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হবে আগামী ১২ অক্টোবর এবং চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর প্রকাশিত সময়সূচি স্থগিত করা হয়। পরিবর্তিত সূচি অনুযায়ী, তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে ১২ অক্টোবর, চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে।